১৯৪৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা ভাষার আবিষ্কার হয়েছে। এদের বৈশিষ্ট্য অনুযায়ী পাঁচটি স্তরে বা প্রজন্মে ভাগ করা যায়। যথাঃ
1. First generation (1945): Machine Language
2. Second generation (1950): Assembly Language
3. Third generation (1960): High Level Language - C++(1975), C(1973), FORTRAN(1957), BASIC(1968), PASCAL(1970), COBOL(1961), LISP(1959), APL(1960), ADA(1975), JAVA(1991), ALGOL(1958), PYTHON(1991)...
4. Fourth generation (1970): Very High Level Language/Rapid Application Development(RAD) - SQL, NOMAD, RPG III, FOCUS, Intellect..
ইন্টারনেট বা যেকোনো সাধারন কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম সম্পূর্ণ করতে বা সঠিকভাবে কাজ করার উপযোগী করে উঠাতে ভূমিকা রয়েছে অনেক হার্ডওয়্যারের। রাউটার, হাব, এবং সুইচহলো অত্যন্ত প্রয়োজনীয় নেটওয়ার্কিং ডিভাইজ। এরা প্রত্যেকেই প্রায় একই কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে—কিন্তু এদের প্রত্যেকেরই আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। এখন প্রশ্ন হলো, এদের একে অপরের মধ্যে পার্থক্য গুলো কি? এদের বিশেষ গুরুত্ব গুলো কি? এবং ঠিক কি কারণে এরা প্রত্যেকেই নিজের অবস্থানে টিকে রয়েছে? যে ডিভাইজ গুলো ছাড়া নেটওয়ার্কিং কল্পনা করা মুশকিল, সে ডিভাইজ গুলো সম্পর্কে আমাদের অবশ্যই বিস্তারিত জানা প্রয়োজন। তো চলুন বন্ধুরা, সবকিছু ভাঙ্গিয়ে দেখে নেওয়া যাক।
১. হাব
অনেক গুলো কম্পিউটারকে একসাথে সংযুক্ত করার জন্য (লোকাল এরিয়া নেটওয়ার্ক) হাব ব্যবহার করা হয়ে থাকে। হাবের যেকোনো পোর্টে যদি কোন তথ্য প্রেরন করা হয় তবে সেই তথ্যকে হাব তার সকল পোর্টে অর্থাৎ সেখানে কানেক্ট থাকা প্রত্যেকটি কম্পিউটারে পাঠিয়ে দেয়। হাবে কানেক্ট থাকা একটি নির্দিষ্ট কম্পিউটার থেকে কোন নির্দিষ্ট কম্পিউটারে তথ্য পাঠানো সম্ভব হয় না, কেনোনা হাব তার সাথে সংযুক্ত থাকা কম্পিউটার গুলো সম্পর্কে কোন জ্ঞান রাখে না। কোন পোর্ট থেকে তথ্য পেলে তা অনেকটা কানার মতো এর বাকি সকল পোর্ট গুলোর কাছে পৌছিয়ে দেয়।
হাব একদম সাধারন ইলেকট্রিক মাল্টিপ্লাগের মতো কাজ করে—যেখানে মাল্টিপ্লাগে এক প্রান্ত থেকে বিদ্যুৎ প্লাগে প্রেরন করা হয় এবং সকল পোর্ট গুলো এই বিদ্যুৎ সরবরাহ করে। কোন প্লাগের সাথে কোন যন্ত্রপাতি লাগানো আছে তা মাল্টিপ্লাগটি কখনোই বুঝতে পারে না। মনে করুন, একটি হাবের সাথে পাঁচটি কম্পিউটার সংযুক্ত করা আছে, এখন যদি একটি কম্পিউটার থেকে ডাটা পাঠানো হয় তবে তা নির্দিষ্ট কোন কম্পিউটারে না গিয়ে একসাথে বাকি চারটি কম্পিউটার গ্রহন করবে।
হাবের প্রয়োজনীয়তা
বাড়িতে ব্যাবহারের জন্য হাবের সত্যিই তেমন কোন প্রয়োজনীয়তা নেই—কেনোনা আপনার পাঠানো যেকোনো তথ্য সকল ডিভাইজে কপি হয়ে যাবে। তাছাড়া হাব ব্যবহার করা মানে নিরাপত্তাকে সমুদ্রের ঐপাড়ে রেখে আসা, এতে সংযুক্ত থাকা যেকোনো ডিভাইজ থেকে সকল ট্র্যাফিকের উপর অনেক সহজেই নজরদারি রাখা সম্ভব। তাছাড়া হাব ব্যান্ডউইথ শেষ করার জম।
তবে এর যে কোন প্রয়োজনীয়তাই নেই, এমনটি কিন্তু নয়। মনেকরুন, আপনার অফিসের বসের জন্য কোন ডকুমেন্টের প্রিন্ট কপি প্রয়োজন, কিন্তু শুধু আপনার কপি হলেই হবে না, আপনার অফিসের প্রত্যেকজন কর্মচারীর করা প্রিন্ট কপি প্রয়োজন এবং সকল কপি প্রিন্ট করার জন্য একটিই প্রিন্টার রয়েছে। এক্ষেত্রে আপনি হাব ব্যবহার করে ব্যাপারটিকে সহজে নিয়ন্ত্রন করে নিতে পারবেন।
হাবের নিরাপত্তা নেই বল্লেই চলে, কিন্তু এটিকে আপনি ফিচার হিসেবেও ব্যবহার করতে পারেন। আপনি আপনার অফিসের সকল কর্মচারীর উপর এবং সেই নেটওয়ার্কের সকল ট্র্যাফিকের উপর নজর রাখতে পারবেন। আপনার কোন কর্মচারী যদি কাজের চেয়ে বেশি ফেসবুক বা ইউটিউবে সময় ব্যয় করে তবে তাকে ধরার জন্য হাব আপনাকে সাহায্য করতে পারে।
২. সুইচ
সুইচও অনেক গুলো কম্পিউটারকে একত্রে সংযুক্ত করতে বা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহৃত হয়ে থাকে। সর্বপ্রথম ডাটা ট্র্যান্সফার করার পরে এটি একটি “সুইচ টেবিল” তৈরি করে—যা এর সাথে সংযুক্ত থাকা প্রত্যেকটি ডিভাইজের ম্যাক অ্যাড্রেস মনে রাখে এবং মনে রাখে ঠিক কোন ডিভাইজ কোন পোর্টের সাথে সংযুক্ত রয়েছে।
হাবের অসদৃশ সুইচ প্রত্যেকটি কম্পিউটারের মধ্যে পার্থক্য করতে পারে, প্রথম ডাটা আদান প্রদান করার পরে এটি প্রত্যেকটি পোর্টের ম্যাক অ্যাড্রেস মনে রাখে, ফলে কোন কম্পিউটার থেকে কোন নির্দিষ্ট কম্পিউটারে বা নির্দিষ্ট পোর্টে ডাটা পাঠানো সম্ভব।
সুইচের প্রয়োজনীয়তা
কোন সাধারন এবং ব্যক্তিগত লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য হাব ব্যবহার করলেই চলে—কেনোনা এটি সুইচের চেয়ে অনেক বেশি সস্তা। কিন্তু সুইচ ব্যবহার করা অনেক বেশি নিরাপদ এবং দক্ষ, তাছাড়া এটি অনেক কম ব্যান্ডউইথ ক্ষয় করে। তাছাড়াও আপনি একটি কম্পিউটার থেকে কোন নির্দিষ্ট কম্পিউটারে ডাটা প্রেরন করতে পারবেন।
মনেকরুন আপনি “ক” কম্পিউটার থেকে “খ” কম্পিউটারে কোন ডাটা প্রেরন করতে চাইছেন। এবার সুইচ পর্যবেক্ষণ করে দেখল যে, “ক” কম্পিউটারটি ১ নং পোর্টে এবং “খ” কম্পিউটারটি ৪ নং পোর্টে সংযুক্ত রয়েছে। এই অবস্থায় সুইচ ১ নং পোর্ট থেকে সরাসরি ৪ নং পোর্টে ডাটা সেন্ড করে দেবে, বাকি পোর্ট গুলো সেই ডাটা প্রাপ্তি থেকে বিরত থাকবে, ফলে হাবের চেয়ে অনেক বেশি ব্যান্ডউইথ বাচান সম্ভব হবে।
আপনি যখন সুইচ কেনার জন্য বাজারে যাবেন তখন সাধারনত দুই প্রকারের সুইচ দেখতে পাবেন। একটি হলো ম্যানেজড সুইচ এবং আরেকটি আনম্যানেজড সুইচ। আনম্যানেজড সুইচে জাস্ট কম্পিউটার গুলোকে প্লাগ করুন এবং সরসরি কাজ শুরু করে দিন। কিন্তু ম্যানেজড সুইচে নির্দিষ্ট পোর্টের জন্য ব্যান্ডউইথ অগ্রাধিকার রাখার সুবিধা দিয়ে থাকবে। যেমন স্কাইপ কল করার জন্য বেশি ব্যান্ডউইথ পোর্ট ব্যবহার করতে পারেন।
৩. রাউটার
একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে ডাটা গুলোকে প্যাকেট আকারে সেন্ড করায় হলো রাউটারের আসল কাজ। প্রত্যেকটি ডাটা প্যাকেটে সেই ডাটাটির পৌঁছানোর গন্তব্য ঠিকানা জুড়ে দেওয়া থাকে। প্রেরনকৃত ডাটা গন্তব্যে না পৌঁছানো অব্দি এক রাউটার থেকে আরেক রাউটারে ভ্রমন করে। আর এভাবেই ইন্টারনেট থেকে ডাটা আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কে চলে আসে। অর্থাৎ আপনি যখন গুগলে কিছু সার্চ করেন, তখন আপনার রাউটার সেই সার্চ অনুরোধটি সরাসরি গুগল সার্ভারের কাছে পাঠিয়ে দেয়। তারপরে সার্ভার থেকে প্রাপ্ত ডাটা গুলো আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কে থাকা নির্দিষ্ট কম্পিউটারে সরবরাহ করে দেয়।
রাউটার স্বয়ংক্রিয়ভাবে কিছু লোকাল আইপি অ্যাড্রেস তৈরি করে এর সাথে সংযুক্ত থাকা প্রত্যেকটি ডিভাইজকে একটি করে প্রদান করে। যে ডিভাইজ থেকেই ওয়েব রিকুয়েস্ট পাঠানো হোক না কেন, আপনার রাউটার সকল প্রসেস গুলোকে অনেক দক্ষতার সাথে নিয়ন্ত্রন করে এবং প্রত্যেকটি ডাটা প্যাকেট আসল গন্তব্য ঠিকানায় পৌছিয়ে দেয়।
রাউটারের প্রয়োজনীয়তা
দুটি আলাদা নেটওয়ার্কের মধ্যে প্যাকেট আদান প্রদান করায় রাউটারের আসল কাজ হলেও আজকের মডার্ন রাউটার গুলো এর চেয়ে আরো বেশি কিছু করে থাকে।
এতে ৪-৮ টি সুইচ পোর্ট থাকে, যা লোকাল শেয়ারিং যেমন প্রিন্টার ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়।
আপনার লোকাল এরিয়াতে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্র্যান্সলেসন (NAT) পদ্ধতি ব্যবহার করে প্রত্যেকটি ডিভাইজকে একটি ইউনিক আইপি প্রদান করে। এই আইপি গুলো ইন্টারনেট বা আপনার আইএসপি এর বাহিরে।
ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল (DHCP) ব্যবহার করে লোকাল এরিয়া নেটওয়ার্কে থাকা প্রত্যেকটি ডিভাইজকে একটি করে আইপিতে সংযুক্ত করে।
রাউটারে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কটিকে রক্ষা করার জন্য ডেডিকেটেড ফায়ারওয়াল থাকে।
এতে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) পোর্ট থাকে যাতে আপনার আইএসপির সাথে সংযুক্ত হয়ে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কটিকে (LAN) ইন্টারনেট সংযোগ প্রদান করে।
তাছাড়া wireless রাউটার আপনার ডিভাইজ গুলোকে তার ছাড়ায় ওয়াইফাই এর মাধ্যমে সংযুক্ত করতে সাহায্য করে।
কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে হলে একটি বিশেষ বর্তনী যুক্ত করতে হয়। এই বর্তনীকে যে কার্ডের উপর সজ্জিত করা হয় তাকেই নেট ওয়ার্ক ইনটারফেস কার্ড বলে। বিভিন্ন ধরনের সুবিধা প্রাপ্তির জন্যে ব্যবহৃত উক্ত কার্ডসমূহকে Add-in Card হিসেবে অভিহিত করা হয়। মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে কার্ডগুলোকে বসানো হয়। অতিরিক্ত সুবিধা প্রদানকারী উক্ত কার্ডসমূহ বিভিন্ন বিটের হয়ে থাকে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পিসি এবং ডেটা ক্যাবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি করে।
গতি/speed:
10 Mbit/s
100 Mbit/s
1 Gbit/s
10 Gbit/s
up to 160 Gbit/s
NIC সাধারনত নিচের দুইটি পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করে থাকে। যথাঃ
1. NIC থেকে মেমোরীতে অথবা মেমোরী থেকে NIC-এ ডেটা ট্রান্সফারের সময় এটিকে ইনপুট/আউটপুট গ্রহণের জন্যে প্রোগ্রাম করা থাকে।
2. NIC আবার অনেক সময় Direct memory access (DMA) এর জন্যে প্রোগাম করা হয়। এ পদ্ধতিতে CPU -কে system bus এর সহযোগিতায় ডেটা আদান প্রদান করতে হয়। এটি CPU-এর কাজ কমিয়ে দেয়। এ ধরনের NIC ডিভাইসে অনেক লজিক ব্যবহার করতে হয়। এ ধরনের NIC device গুলোতে ইন্টারনেট স্পিড অনেক বেশী থাকে।
উত্তর: শ্রেণিকক্ষে পাঠদানকে হাফ ডুপ্লেক্স মোডের সাথে তুলনা করা যায়। শ্রেণিকক্ষে শিক্ষক পাঠদানের সময় ছাত্র-ছাত্রীরা নিরব থাকে। তখন ডেটা শিক্ষক হতে ছাত্র-ছাত্রীদের দিকে যায়। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের উত্তর শুনার সময় শিক্ষক নিরব হয়ে শুনে তখন ডেটা ছাত্র-ছাত্রী হতে শিক্ষকের দিকে যায়। তাই এ ডেটা ট্রান্সমিশনকে হাফ ডুপ্লেক্সের সাথে তুলনা করা যায়।
উত্তর: WAN একটি সিস্টেম যেখানে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত কিছু LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। অপরদিকে Internet ও WAN এর মতো কাজ করে। WAN এর মাধ্যমে বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডেটা এবং সংবাদ পাঠানো যায়। ইন্টারনেটের মাধ্যমেও বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে ডেটা পাঠানো যায়। এ থেকে বলা যায় যে, WAN ও Internet সমার্থক।
For English version ○_•
ANS: WAN is a process which work with LAN/MAN. This LAN/MAN are not very far away from their geo-locations. They work combinely. Wherese internet is also work as WAN. We sent or receive data or news to the remote corner and from the remote corner of the world. So, we csn say that WAN & INTERNET are synonymous.
উত্তর: WIMAX ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হলো- ১. শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করতে পারে। ২. নতুন ব্যবহারকারী অধিক দ্রুত যোগাযোগ করতে পারে। ৩. সাধারণত ১০ শস থেকে ৫০ শস পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। ৪. প্রত্যন্ত অঞ্চলেও সেবা পাওয়া যায়। ৫. নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়।
উত্তর: হাবের পরিবতের্থ সুইচ ব্যবহার সুবিধাজনক। নেটওয়ার্ক সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান-প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে। সুইচ সিগন্যাল গ্রহণ কার পর তা সরাসরি টার্গেট কম্পিউটার বা কম্পিউটারসমূহে প্রেরণ করে। পরে ডেটা প্রেরণে সুইচের ক্ষেত্রে কম সময় লাগে। সুইচের পোর্ট হাবের চেয়ে বেশি থাকে।
উত্তর: ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন এবং ডিমডুলেশন বলা হয়।
মডুলেশন এবং ডিমডুলেশন উভয় প্রক্রিয়ার সম্মিলিত ফলাফল হচ্ছে ডেটা কমিউনিকেশন। যোগাযোগ কার্যকর করার জন্য প্রেরক ও গ্রাহক উভয় প্রান্তেই মডেম ব্যবহারের মাধ্যমে প্রেরিত সংকেত মডুলেশন এবং গৃহীত সংকেত ডিমডুলেশন করা হয়।
উত্তর: ক্লাউড কম্পিটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভারের কম্পিউটার রিসোর্স। নিম্নলিখিত সুবিধার কারণে ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয়- ১. সার্বক্ষণিক ব্যবহারযোগ্য। ২. যেকোনো সময় যেকোনো স্থান থেকে তথ্য আপলোড ও ডাউনলোড করা যায়। ৩. হার্ডওয়্যার, সফটওয়্যার, লাইসেন্স ফি এর জন্য অধিক অর্থ ব্যয় করতে হয় না। ৪. কম সংখ্যক জনবল নিয়ে অধিক কাজ করার সুবিধা। ৫. পরিচালনা ব্যয় কম এবং কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ৬. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয় এবং সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
উত্তর: ওয়াকিটকিতে একই সাথে কথা বলা ও শোন সম্ভব নয়। ওয়াকিটকি একটি হাফ-ডুপ্লেক্স ডিভাইস। হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদান ব্যবস্থা থাকে কিন্তু তা একসাথে সম্ভব নয়। কারণ আমরা দুটি ওয়াকিটকি দ্বারা কথা বলার সময় এক পক্ষের কথা শেষ হলে অপর পক্ষ কথা শুরু করতে পারে। একসাথে উভয় পক্ষের কথা বলা ও শোনা সম্ভব নয়।
উত্তর: টিভি সম্প্রচারের জন্য সিমপ্লেক্স মোড পদ্ধতি ব্যবহার করা হয়। এ মোডে ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায়। আমরা যখন টেলিভিশন দেখি তখন শুধু দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এক্ষেত্রে আমরা শুধু ডেটা পাই, পাঠাতে পারি না। অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে, কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারবে না। তাই টেলিভিশনকে একমুখী বা সিমপ্লেক্স মোড বলা হয়।
উত্তর: ডেটা পরিবহনে অপটিক্যাল ফাইবার ক্যাবল নিরাপদ। এটি প্লাস্টিক বা অন্যান্য পদার্থের সমন্বয়ে তৈরি একটি আবরণ, যা ফাইবারকে আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে অনেক দূরত্বে কম সময়ে আলোর গতিতে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়। এ ব্যবস্থায় তথ্য পরিবহনে তথ্য ক্ষয় কম হয়। অপটিক্যাল ফাইবার ক্যাবল সাধারণত টেলিযোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে। এছাড়া আলোকসজ্জ্বা, সেন্সর ও ছবি সম্পাদনার কাজেও ব্যবহৃত হচ্ছে। উচ্চ বৈদ্যুতিক রোধের কারণে এ ক্যাবল উচ্চ ভোল্টের বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথেও ব্যবহার করা যায়।
উত্তর: মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড হলো ফুল-ডুপ্লেক্স। এ পদ্ধতিতে ডেটা একই সাথে উভয় দিকে আদান-প্রদান করা যায়। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলোর প্রায় সবগুলোই ফুল-ডুপ্লেক্স ডিভাইস। এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান-প্রদান করতে পারে।
উত্তর: ফাইবার অপটিক্স অন্তরক পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব বা ইএমআই মুক্ত। ফাইবার অপটিক্স এর উপাদানগুলো হলো- সোডা, বোরো সিলিকেট, সোডা লাইম সিলিকেট এবং সোডা অ্যালুমিনা সিলিকেট যা অন্তরক পদার্থ। এছাড়াও ফাইবার অপটিক্স এর বহিরাবরণ হিসেবে যে জ্যাকেট ব্যবহার করা হয় তা হলো প্লাস্টিক এবং প্লাস্টিকও অন্তরক পদার্থ। ফলে ফাইবার অপটিক্স সর্বদাই ইএমআই মুক্ত থাকে।
উত্তর: 9600 bps স্পিডটি হলো ভয়েস ব্যান্ড। 9600 bps বলতে বুঝায় প্রতি সেকেন্ডে 9600 bit ডেটা স্থানান্তরিত হয়।
ভয়েস ব্যান্ডে সাধারণত 9600 bps পর্যন্ত ডেটা স্থানান্তরিত হয়। টেলিফোন লাইনে এই ব্যান্ডউইড্থ ব্যবহার করা হয়। এছাড়া কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও এই ব্যান্ডউইড্থ ব্যবহার করা হয়।
উত্তর: বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্ব আজ হতের মুঠোয়। তাই বর্তমান সময়কে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বা বিশ্বায়নের যুগ। এ যুগের প্রধান চালিকাশক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়। আর এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব আজ পরিণত হয়েছে বিশ্বগ্রামে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব যেন একটি গ্রাম যেখানে একসাথে নিবিড় সম্পর্কের বন্ধনে বসবাস করছে।
উত্তর: জৈব তথ্যবিজ্ঞান তথা বায়োইনফরমেটিকস এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার, বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ে গবেষণাই এখানে অন্তর্ভূক্ত হয়। কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান অনেক সময় সিস্টেম্স জীববিজ্ঞানের সমত্যু হয়ে যায়। বায়োইনফরমেটিকস হলো জৈব তথ্য ব্যবস্থাপনার জন্য কম্পিউটার প্রযুক্তির একটি ব্যবহার। জৈব ও জেনেটিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং একত্রীকরণের কাজ কম্পিউটারের মাধদধ্যমে করা হয়, যা জিনভিত্তিক নতুন ঔষধ আবিষ্কার এবং উন্নয়নের কাজে লাগে।
উত্তর: শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা অনেক। বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা ক্লাসের শুরুতেই লেকচার এর কপি অনলাইনে অথবা ছাত্রদের সরাসরি দিয়ে দেয়, যার ফলে তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া বুঝতে পারে। এছাড়া অনলাইন লাইব্রেরি থেকে বই, গবেষণাপত্র বা প্রবন্ধ পড়া যায়, অনেক ক্ষেত্রে এর জন্য কোনো মূল্যও দিতে হয় না। ফলে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের ক্ষেত্র এখন অনেক বিস্তৃত। আর বিভিন্ন জায়গা থেকে তথত্য আহরণ করে কোনো কাজ তৈরি করে বলে শিক্ষার্থীদের কাজের মধ্যে স্বাতন্ত্র পরিলক্ষিত হয় যা আগে ছিল না।
উত্তর: কৃষি উৎপাদন, ঔষধ তৈরি, খাদ্য প্রস্তুত কারখানা ইত্যাদি বিভিন্ন গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এতে উন্নত জাতের, প্রকৃতি সহনশীল ও দ্রুত অধিক উৎপাদনক্ষম খাদ্যশস্য প্রাপ্তি সম্ভব হয়েছে যা মানব জাতির খাদ্য ঘাটতি পূরণে বিশেষভাবে সহায়তা করছে। বর্তমান সময়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং- এর প্রায় সব ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রয়োগ লক্ষ করা যায়।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্ব আজ হাতের মুঠোয়। তাই বর্তমান সময়কে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ বা বিশ্বায়নের যুগ। এ যুগের প্রধান চালিকাশক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয়। আর এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব আজ পরিণত হয়েছে বিশ্বগ্রামে। তাই তথ্য ও যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব যেনব একটি গ্রাম যেখানে সবাই একসাথে নিবিড় সম্পর্কের বন্ধনে বসবাস করছে।
উত্তর: প্রকৃত অর্থে বাস্ববে যা ঘটে তাই বাস্তব জগৎ, পক্ষান্তরে বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল জগৎ বলে। ভার্চুয়াল জগতে বাস্তবকে শুধু উপলব্ধি করা যায়। যেমন- বাস্তব জগতে মানুষ শূন্যে উড়ে যেতে পারে না, ১২০ তলা ভবন থেকে লাফ দেওয়া কল্পনাও করতে পারে না। কিন্তু ভার্চুয়াল জগতে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরি করে। এসব বিষয়গুলো উপলব্ধি করা যায়, যা বাস্তবে সম্ভব হয় না।
উত্তর : পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে। আমাদের দেশের বিজ্ঞানী ড. মাকসুদুল আলম পাটের জীবন রহস্য উন্মোচিত করেছেন। এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ DNA এর মধ্যে নতুন DNA প্রতিস্থাপন করে নতুন ক্রোমোসোম তৈরির কৌশল হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
উত্তর : বিশেষ প্রযুক্তির কিছু কম্পিউটার মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মানুষের চিন্তা-ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দরুন কম্পিউটারের ভাবনা-চিন্তাগুলো মানুষের মতোই হয়। যেখানে মানুষ একই সময়ে বিভিন্ন চিন্তা করতে পারে না সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলো একই সময়ে বহুবিধ কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে পারে। কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন করবে প্রভৃতি বিষয়গুলোর উপর গবেষণা চালানো হচ্ছে।
উত্তর : সাধারণত অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে হ্যাকিং বলে। নৈতিকতার আলোকে হ্যাকিং নৈতিকতা বিরোধী কাজ। কারণ এর মাধ্যমে একজন বা হ্যাকার অন্যের কম্পিউটার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এমনকি ব্যক্তিগত তথ্যও চুরি করতে পারে। এর ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় থাকে না এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। এসব কারণে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকান্ড।
উত্তর : টেলিমেডিসিন এক ধরনের চিকিৎসা সেবা যা টেলিফোন বা মোবাইলের মাধ্যমে দূর থেকে রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের নিকট হতে অতিদ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। বর্তমানে ঘরে বসেই টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স বা অনলাইনের মাধ্যমে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যায়, একে টেলিমেডিসিন বলে। এছাড়া, ইন্টারনেট ও ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে এক দেশের চিকিৎসক অন্য দেশের চিকিৎসকের সাথে সহজেই অনলাইন যোগাযোগ স্থাপন করে চিকিৎসা সেবা গ্রহণ করা এবং চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক উন্নতি ও অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া যায়। টেলিমেডিসিন যেহেতু চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করে তাই এটি অবশ্যই একটি সেবা।
উত্তর : নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি। এটা এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি অতিরিক্ত শৈত্য তাপমাত্রায় 40 c রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করার কাজ করে। অতিরিক্ত শৈত্য যখন ভিতরের সেলগুলোকে ছিঁড়ে ফেলে তখন রক্তনালি থেকে রোগাক্রান্ত টিস্যুতে রক্তপ্রবাহ বন্ধ করে আরও নষ্ট করে ফেলে।
উত্তর : ‘বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব- এটি শুধুমাত্র সম্ভব হবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হতে, বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখতে, সেই সাথে বাস্তবের মতো শ্রবণাভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে।
উত্তর : আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি হলো ন্যানোটেকনোলজি। যখন কোনো একটা বস্তুর কর্মদক্ষতা বাড়ানোর জন্য কোনো বিশেষ প্রযুক্তি বা যন্ত্র ব্যবহর করে অণু বা পরমাণুগুলোকে ন্যানোমিটার স্কেলে বা ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয় তখন সেই প্রযুক্তিকে ন্যানো টেকনোলীজ বলে। এ প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণু-পরমাণুকে ইচ্ছামতো সাজিয়ে কাক্সিক্ষত রূপ দেওয়া যায়। বর্তমানে জিন প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এ টেকনোলজি ব্যবহার করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত অধ্যায়ঃ প্রথম
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
1. বিশ্ব গ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে?
ক. ছোট গ্রাম
খ. বড় গ্রাম
গ. তথ্য প্রযুক্তি
ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
উত্তর: গ. তথ্য প্রযুক্তি
2. সর্ব প্রথম বিশ্ব গ্রাম ধারনার অবতারনা করেন কে?
ক. মার্শাল ম্যাকুলহান
খ. দ্যা গুটেনবার্গ গ্যালাক্রি
গ. ইনটারর পল
ঘ. ড. ইউনুস
উত্তর: ক. মার্শাল ম্যাকুলহান
3. কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিত আবশ্যক ?
ক. খেলা-ধুলা
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. ব্যবসায় -বানিজ্য
ঘ. ব্যাংক ব্যাবস্থা
উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
4. যোগাযোগ ব্যবস্থার অবর্ননীয় পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে-
ক. বাস
খ. ট্রেন
গ. বিশ্বগ্রাম
ঘ. ফোন
উত্তর: গ. বিশ্বগ্রাম
5. বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক ?
ক. ইন্টারনেট
খ. কম্পিউটার
গ. মডেম
ঘ. হাব
উত্তর: ক. ইন্টারনেট
6. বিশ্বগ্রামের ধারনা কত সালে রূপ নেয় ?
ক. ১৯৬৯ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৮৭১ সালে
ঘ. ১৯৭২ সালে
উত্তর: খ. ১৯৭০ সালে
7. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে?
ক. ইন্টারনেট
খ. তথ্য প্রযুক্তি
গ. বিশ্বগ্রাম
ঘ. কম্পিউটার
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
8. কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দিয়েছে?
ক. অনলাইন
খ. DNA
গ. মোবাইল
ঘ. ডাক ব্যবস্থা
উত্তর: গ. মোবাইল
9. ই- কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?
ক. বাসস্থান
খ. ব্যবসায় -বানিজ্য
গ. মহাকাশ অভিজান
ঘ. চিকিৎসা
উত্তর: খ. ব্যবসায়-বানিজ্য
10. ক্রায়োসার্জারী চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্নয় ব্যবহার করা হয়?
ক. উচ্চ রক্তচাপ
খ. এইডস
গ. চামড়ার ক্যানসার
ঘ. হার্ট-এটাক
উত্তর: গ. চামড়ার ক্যানসার
11. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে?
ক. জেনেটিক টেকনোলজী
খ. ইনফরমেট্রিক্স
গ. বায়োইনফরমেট্রিক্স
ঘ. বায়োমেট্রিক্স
উত্তর: ঘ. বায়োমেট্রিক্স
12. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংসগ্রহন করতে পারেন?
ক. ইন্টারনেট
খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্ববধান
গ. যোগাযোগ
ঘ. ই -কমার্স
উত্তর: ক. ইন্টারনেট
13. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারি নিচের কোনটিকে বাস্তব মনে করেন ?
ক. ত্রি-মাত্রিক ছবি
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. টিভির ছবি
ঘ. রিয়েলিটি শো
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
14. ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোন অবস্থার সৃষ্টি করে ?
ক. বাস্তব জগতে থাকা
খ. অবাস্তব জগতে থাকা
গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া
ঘ. প্রভাবিত হওয়া
উত্তর: গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া
15. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?
ক. কম্পিউটার
খ. বিহেভিয়ার
গ. তথ্য ব্যবস্থা
ঘ. এনভায়ণমেন্ট
উত্তর: ঘ. এনভায়ণমেন্ট
16. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে--
ক. নলেজ বেজড সিস্টেম
খ. নলেজ সিস্টেম
গ. কম্পিউটার সিস্টেম
ঘ. ইন্টারনেট সিস্টেম
উত্তর: ক. নলেজ বেজড সিস্টেম
17. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?
ক. যোগাযোগ
খ. কর্ম
গ. চিকিৎসা
ঘ. বাসস্থান
উত্তর: গ. চিকিৎসা
18. প্রসেপেটর নিচের কোন কাজে ব্যবহার করা হয়?
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা
খ. খনিজ সম্পদ খোজা
গ. সমুদ্র অভিযান
ঘ. মহাকাশযান
উত্তর: ঘ. মহাকাশযান
19. মানুষের চিন্তা-চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে----
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. রোবোটিক্স
গ. কৃত্রিম বুদ্ধিমত্তা
ঘ. ইনফরমেটিক্স
উত্তর: গ. কৃত্রিম বুদ্ধিমত্তা
20. প্রযুক্তির যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে?
ক. রোবোটিকস
খ. বায়োমেট্রিক্স
গ. ইনফরমেটিক্স
ঘ. বিহেভিয়ার
উত্তর: ক. রোবোটিকস
21. বর্তমানে বোমা নিস্ক্রয়করন, খনিতে, মহাকাশ, পরিবেশ পরিছন্নতায় ইত্যাদি ক্ষেত্রে মানুষের জায়গায় কী ব্যবহার হচ্ছে-
ক. কুকুর
খ. রোবট
গ. গরু
ঘ. মানুষ
উত্তর: খ. রোবট
22. বর্তমানে চামড়ার ক্যানসার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে -
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. ইনফরমেট্রিক্স
গ. ক্রায়োসার্জারি
ঘ. নরমাল সার্জারি
উত্তর: গ. ক্রায়োসার্জারি
23. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়-
ক. শক্ত
খ. নরম
গ. বাসস্থান
ঘ. তরল
উত্তর: ঘ. তরল
24. ক্রায়োসার্জারীতে অসুস্থ টিসুকে ধ্বংস করা হয়-
ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ
খ. অতিমাত্রায়া গরম প্রয়োগ
গ. ঠান্ডা গরম দুটো প্রয়োম
ঘ. সাধারন তাপমাত্রায়
উত্তর: ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ
25. ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ?
ক. শিক্ষা
খ. চিকিৎসা
গ. বাসস্থান
ঘ. সংস্কতি
উত্তর: খ. চিকিৎসা
26. ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় ?
ক. তরল
খ. জৈব
গ. গ্যাস
ঘ. অজৈব
উত্তর: ক. তরল
27. আজকাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষনার জন্য কী পাঠাচ্ছে?
ক. মানুষ
খ. রোবট
গ. পাখি
ঘ. কুকুর
উত্তর: খ. রোবট
28. মৃত ব্যক্তির DNA পর্যালোচানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ?
ক. বায়োমেট্রিক্স
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ক্রায়োসার্জারি
ঘ. ন্যানো সার্জারি
উত্তর: খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
29. পলিথিন ফাইবার প্রভূতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় ?
ক. বায়োমেট্রিক্স
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ক্রায়োসার্জারি
ঘ. ন্যানো টেকনোলজি
উত্তর: ঘ. ন্যানো টেকনোলজি
30. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ?
ক. ক্রায়োসার্জারি
খ. মোবাইল
গ. বায়োমেট্রিক্স
ঘ. তথ্য ব্যবস্থা
উত্তর: খ. মোবাইল
31. কিসের মাধ্যমে বসেই মানুষ জানতে পারছে পন্যের উৎপাদানের তারিখ গুনাগুন দাম ইত্যাদি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই নিদিষ্ট সময়ের মধ্যে হাতে পেয়ে যাচ্ছে ?
ক. কমার্স
খ. ই-কমার্স
গ. ব্যবসায়
ঘ. ইন্টারনেট
উত্তর: খ. ই-কমার্স
32. নিচের কোন ওয়েব সাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল আলোচিত ও ব্যবহৃত হচ্ছে?
ক. www.yahoo.com
খ. www.google.com
গ. www.youtube.com
ঘ. www.facbook.com
উত্তর: ঘ. www.facbook.com
33. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল Multi Sensorial এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
ক. ভার্চুয়াল রিয়েলিটি
খ. রোবোটিক
গ. ইনফরমেশন
ঘ. ইন্টারনেট
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
34. বৈশিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে?
ক. বৈশ্বিক ভিলেজ
খ. ভিলেজ
গ. গ্লোবাল
ঘ. বিশ্ব ব্রক্ষান্ড
উত্তর: ক. বৈশ্বিক ভিলেজ
35. বহু বছরের ডেটাকে লাইব্রেরীর মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির সাহায্যে?
ক. এনসাইক্লোপিডিয়া
খ. সাইক্লোপিডিয়া
গ. মিডিয়া
ঘ. এনসাইক্লোন
উত্তর: খ. সাইক্লোপিডিয়া
36. কিসের ব্যবহারের ফলে দুরত্ব এখন হাতের মুঠোয়?
ক. মোবাইল গেইমস
খ. কম্পিউটার
গ. টেলিভিশন
ঘ. ইন্টারনেট
উত্তর: ঘ. ইন্টারনেট
37. বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়?
ক. একটি ইউনিয়ন
খ. একটি গ্রাম
গ. একটি উপজেলা
ঘ. একটি জেলা
উত্তর: খ. একটি গ্রাম
38. স্কাইপে এর মাধ্যমে পাওয়া যায়?
ক. মহাকাশ যান
খ. মহাকাশ ক্ষেপনান্ত্র
গ. ফ্রি ফোন সুবিধা
ঘ. লগ ইন করা
উত্তর: গ. ফ্রি ফোন সুবিধা
39. বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিচের কোনটি বুঝানো হয়েছে ?
ক. তথ্য প্রযুক্তি
খ. মাল্টিমিডিয়া
গ. বড় গ্রাম
ঘ. ছোট গ্রাম
উত্তর: ক. তথ্য প্রযুক্তি
40. বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি-
ক. অবস্থা
খ. ব্যবস্থা
গ. ক্ষেত্র
ঘ. শিক্ষা
উত্তর: গ. ক্ষেত্র
41. বিশ্বগ্রামের ধারনা কত সালে সর্বপ্রথম অবতারনা হয়?
ক. ১৯৬২সালে
খ. ১৯৬৪সালে
গ. ১৯৭০সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তর: ক. ১৯৬২সালে
42. বিশ্বগ্রামের ধারনা সর্বপ্রথম কে প্রদান করেন?
ক. মাইকেল লুইস
খ. ডেভিট ফোরম্যান
গ. মার্শাল ম্যাকলুহা
ঘ. জেমস আর্থারটন
উত্তর: গ. মার্শাল ম্যাকলুহা
43. বিশ্বগ্রাম কী ?
ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব
খ. বিশ্বের গ্রামঞ্চল
গ. একটি গ্রাম
ঘ. প্রযুক্তি হীন বিশ্ব
উত্তর: ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব
44. বর্তমানে বিশ্বে কিসের কারনে একটি গ্রামে পরিনিত হয়েছে-
ক. তথ্য প্রযুক্তি
খ. যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ঘ. ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর: গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
45. নিচের কোনটি বর্তমানে ব্যবসায়ে বানিজ্যের স্বরূপ?
ক. ই কমার্স
খ. ই-মেইল
গ. ই-ল্যান্ড
ঘ. ই-মারকেট
উত্তর: ক. ই কমার্স
46. বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়?
ক. শিল্প যুগ
খ. তথ্য প্রযুক্তির যুগ
গ. শিক্ষা যুগ
ঘ. বানিজ্য যুগ
উত্তর: খ. তথ্য প্রযুক্তির যুগ
47. Understanding Media শিরোনামের গ্রহ্নটির রচিয়তা কে?
ক. মার্শাল ম্যাকুলুয়ান
খ. মার্শাল ম্যাক
গ. মার্শাল মার্লিন
ঘ. মার্শাল মুলার
উত্তর: ক. মার্শাল ম্যাকুলুয়ান
48. সাবমেরিন কেবল নেটওয়ারর্কের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে কত সালে?
ক. ১৯৯৬
খ. ২০০০
গ. ২০০৪
ঘ. ২০০৮
উত্তর: গ. ২০০৪
49. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড নিচের কোনটির ওপর নির্ভরশীল ?
ক. তথ্য
খ. কম্পিউটার
গ. যোগাযোগ
ঘ. বায়ু
উত্তর: খ. কম্পিউটার
50. GPS অংশ স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে কোথায় পাঠায়?
ক. গ্রাককে
খ. সার্ভারে
গ. সার্জেন্টকে
ঘ. কম্পিউটারে
উত্তর: খ. সার্ভারে
51. ডেটা কমিউনিকেশনের কয়টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?
ক. ১ টি
খ. ২ টি
গ. ৩ টি
ঘ. ৪ টি
উত্তর: খ. ২ টি
52. কোন যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে?
ক. ইন্টারনেট
খ. টেলিফোন
গ. মোবাইল
ঘ. টেলিভিশন
উত্তর: খ. টেলিফোন
53. নিচের কোনটি বাংলাদেশের প্রধান সমস্যা?
ক. শিক্ষা
খ. যোগাযোগ
গ. চিকিৎসা
ঘ. কৃষি
উত্তর: ক. শিক্ষা
54. নিচের কোনটি পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব?
ক. শিক্ষা
খ. প্রযুক্তি
গ. শিল্প
ঘ. বিশ্বগ্রাম
উত্তর: খ. প্রযুক্তি
55. অনলাইন পদ্ধতিতে কেনাবেচাকে বলা হয়?
ক. ই-মেইল
খ. ই -কমার্স
গ. ই-পেজ
ঘ. ই-মোবাইল
উত্তর: খ. ই -কমার্স
56. বর্তমানে সময়ে কিসের মাধ্যমে টাকা পাঠানো হয় জনপ্রিয় হতে শুরু করেছে?
ক. মোবাইল
খ. ডাকঘর
গ. কম্পিউটার
ঘ. মানিঅর্ডার
উত্তর: ক. মোবাইল
57. চাকরির ক্ষেত্রে তথ্য প্রযক্তি প্রভাবে নৈতিকভাবে উদ্বিগ্ন হতে শুরু করেছে?
ক. বেকারত্ব
খ. বেতন কম
গ. ধীর গতিশীলতা
ঘ. উৎপাদনশীলতা হ্রাস
উত্তর: ক. বেকারত্ব
58. নিচের কোনটি চাকরির ওয়েব সাইট?
ক. www.bdjobs.com
খ. www.bikroly.com
গ. www.amazon.com
ঘ. www.ebay.com
উত্তর: ক. www.bdjobs.com
59. ইন্টারনেটের কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
ক. ই -মার্কেটিং
খ. ই- কমার্স
গ. ই - বিজনেস
ঘ. আউটসোসিং
উত্তর: ঘ. আউটসোসিং
60. কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে লেখাপড়ার যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে?
ক. মোবাইল
খ. টেলিভিশন
গ. অন-লাইন
ঘ. ইন্টারনেট
উত্তর: গ. অন-লাইন
61. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ও ঘরে বসে যে কোন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন?
ক. ইন্টারনেট
খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্ববধানে
গ. যোগাযোগ
ঘ. ই - কমার্স
উত্তর:ক. ইন্টারনেট
62. Khanacademy .org নামক ওয়েবসাইটির প্রতিষ্ঠাতা কে?
ক. সোহেল খান
খ. সালমান খান
গ. ফিরোজ খান
ঘ. জোবায়ের খান
উত্তর: খ. সালমান খান
63. শিক্ষার জন্য সহজতর হচ্ছে -
ক. সিডি
খ. বই
গ. নোট
ঘ. ই-বুক
উত্তর: ঘ. ই-বুক
64. নিচের কোন ওয়েব সাইটির মাধ্যমে বিশ্বের যে কোন স্থান হতে অনলাইনে স্বাস্থ্যসেবা পাওয়া যায়?
ক. www .bikroy .com
খ. www.khanacademy .com
গ. www.softpedia.com
ঘ. www.treatmentonline.com
উত্তর: ঘ. www.treatmentonline.com
65. টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশে বেসরকারী পর্যায়ে কয়টি হাসপাতাল রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
66. গবেষনা মানুষের কোন অনুসন্ধান প্রক্রিয়া?
ক. বুদ্ধিবৃত্তিক
খ. জ্ঞানমুলক
গ. অনুধাবনমূলক
ঘ. বুদ্ধিমূলক
উত্তর: ক. বুদ্ধিবৃত্তিক
67. গবেষনাপত্র তৈরী করা সহজতর হচ্ছে কোনটির মাধ্যমে?
ক. সিডি
খ. ই- বুক
গ. নোট
ঘ. বই
উত্তর: ক. সিডি
68. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড কিসের ওপর নির্ভরশীল-
ক. কম্পিউটার
খ. আবহাওযা
গ. যোগাযোগ
ঘ. তথ্য
উত্তর: ক. কম্পিউটার
69. অফিস অটোমেশনের ফলে অফিসের-
ক. কাজের গতি কমে
খ. অলসতা বাড়ে
গ. গতি বৃদ্ধি পায়
ঘ. খরচ বাড়ে
উত্তর: গ. গতি বৃদ্ধি পায়
70. একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায় কোনটির মাধ্যমে?
ক. কম্পিউটার
খ. নেটওয়ার্ক
গ. মোবাইল
ঘ. প্যাকেজ
উত্তর: ক. কম্পিউটার
71. বাড়ীর বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার কেনটি?
ক. CAD
খ. MS EXCEL
গ. ORACAL
ঘ. POWER POINT
উত্তর: ক. CAD
72. বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে?
ক. আউট সোর্সিং
খ. কৃষি কাজ
গ. ব্যবসায়
ঘ. চাকরি
উত্তর: ক. আউট সোর্সিং
73.IP ADDRESS কী?
ক. ইন্টানেটের ঠিকানা
খ. ইন্টারনেটের ঠিকানা
গ. ইন্টারনেটের স্পেস
ঘ. ইন্টারনেটের স্পিড
উত্তর: ক. ইন্টানেটের ঠিকানা
74. অনলাইনের মাধ্যমে ব্যাবসায়কে কী বলে?
ক. ই-কমার্স
খ. ই-ব্যাংক
গ. ই-গভর্নেস
ই-বাজার
উত্তর: ক. ই-কমার্স
75. ই-কমার্স কোন ক্ষেত্রে প্রভাব ফেলেছে?
ক. মহাকাশ অভিযান
খ. চিকিৎসা
গ. বাসস্থান
ঘ. ব্যাবসায় বানিজ্য
উত্তর: ঘ. ব্যাবসায় বানিজ্য
76. যোগাযোগ ব্যবস্থার অবণর্নীয় পরিবর্তনের একটি মাইলফলক কেনটি?
ক. বাস
খ. ট্রেন
গ. বিশ্বগ্রাম
ঘ. ফোন
উত্তর: ঘ. ফোন
77. বিশ্বগ্রামে ব্যবসায়-বাণিজ্যের সরকরাহাকৃত মালামাল পর্যবেক্ষণ করার জন্য নিচের পদ্ধতি ব্যবহার করা হয়?
121. ক্রায়োসার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহৃত হয়?
ক. এইডস
খ. সিটি ক্যান ব্রেনের
গ. উচ্চ রক্তচাপ
ঘ. চামড়ার ক্যান্সার
উত্তর: ঘ. চামড়ার ক্যান্সার
122. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়?
ক. শক্ত
খ. নরম
গ. কঠিন
ঘ. তরল
উত্তর: ঘ. তরল
123. ক্রায়োসার্জারিতে অসুস্থ টিস্যুকে ধবংস করা হয়-
ক. অতি মাত্রায় ঠান্ডা প্রয়োগ
খ. অতি মাত্রায় গরম প্রয়োগ
গ. ঠান্ডা গরম দুটো প্রয়োগ
ঘ. সাধারন তাপমাত্রায়
উত্তর: ক. অতি মাত্রায় ঠান্ডা প্রয়োগ
124. ক্রায়োসার্জারি নিচের কোন ধরণের পদার্থ ব্যবহার করা হয়?
ক. তরল
খ. জৈব
গ. গ্যাস
ঘ. অজৈব
উত্তর: ক. তরল
125. কোনটি নাসার মঙ্গলে পাঠানোর রোবট যান?
ক. নাসাওসিটি
খ. কিউরিওনাসা
গ. কিউনাসা
ঘ. কিউরিওসিটি
উত্তর: ঘ. কিউরিওসিটি
126. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়?
ক. টেলিভিশন
খ. আধুনিক ট্রেনে
গ. বিমান
ঘ. সবগুলোতেই
উত্তর: ঘ. সবগুলোতেই
127. ঘরে বসে ব্যবসায়ের জন্য প্রযুক্তি ব্যবহার হয়-
ক. ইন্টারনেট
খ. ফেসবুক
গ. বেতার
ঘ. তথ্য প্রযুক্তি
উত্তর: ক. ইন্টারনেট
128. সামাজিক যোগাযোগের জন্য ব্যবহার হয়না-
ক. টুইটার
খ. ফেসবুক
গ. মাইস্পেস
ঘ. জি-মেইল
উত্তর: গ. মাইস্পেস
129. চিনি মিলগুলো আখ চাষীদের জন্য অনলাইনে কী পাঠানোর ব্যবস্থা করেছেন-
ক. কার্ড
খ. ডেবিট কার্ড
গ. নগদ টাকা
ঘ. পুজি
উত্তর: ঘ. পুজি
130. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয়?
ক. ক্রায়োসার্জারি
খ. মোবাইল
গ. বায়োমেট্রিক্স
ঘ. তথ্য ব্যবস্থা
উত্তর: খ. মোবাইল
131. প্রতিটি যন্ত্রে বা উৎপাদন হচ্ছে তা পর্যবেক্ষন করা যায় কোন সফটাও্য়্যার এর মাধ্যমে?
ক. LAN
খ. MAN
গ. ERP
ঘ. PLC
উত্তর: গ. ERP
132. একটি দেশে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হয় কোন খাতে-
ক. শিক্ষা
খ. চিকিৎসা
গ. প্রতিরক্ষা
ঘ. কৃষি
উত্তর: গ. প্রতিরক্ষা
133. ইন্টারনেট প্রচলিত হওয়ার আগে নিচের কোন প্রকল্পটি চালু ছিল?
ক. APARNET
খ. ARPANET
গ. ARPONET
ঘ. ARPENET
উত্তর: খ. ARPANET
134. নিচের কোনটি ARPANETএর পূর্নরূপ?
ক. Active Research Projects Agency Network
খ. Active Research Projects Area Network
গ. Advanced Research Projects Agency Network
ঘ. Advanced Research Projects Area Network
উত্তর: গ. Advanced Research Projects Agency Network
135. বর্তমানে একটি ভাষায় মানুষের কথাকে অন্য ভাষায় অনুবাদ করে দিতে ব্যবহৃত হয়-
ক. দোভাষী
খ. তারাযুক্ত নেটওয়ার্ক
গ. এডহক নেটওয়ার্ক
ঘ. সফটওয়্যার
উত্তর: ঘ. সফটওয়্যার
136. বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে-
ক. জনপ্রিয়
খ. পুরাতন চালু হবে
গ. অপ্রিয়
ঘ. অতি পুরাতন
উত্তর: ক. জনপ্রিয়
137. বায়োমেট্রিক্স যন্ত্রপাতির মধ্যে গুরুত্বপুর্ন -
ক. হার্ডডিক্স ড্রাইভ
খ. অপটিক্যাল ডিভাইস
গ. থাম্ব রিডার ডিভাইস
ঘ. ফ্লপি ডিক্স ড্রাইভ
উত্তর: গ. থাম্ব রিডার ডিভাইস
138. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতি?
ক. বায়োমেট্রিক্স
খ. বায়োইনফরমেট্রিক্স
গ. ইনফরমেট্রিক্স
ঘ. জেনেটিক টেকনোলজি
উত্তর: ক. বায়োমেট্রিক্স
139. আইসিটিক সূচকে কোন দেশটি সবচেয়ে উপরে?
ক. থাইল্যান্ড
খ. সুইডেন
গ. ব্রাজিল
ঘ. ইন্দোনেশিয়া
উত্তর: খ. সুইডেন
140. কোন ব্যক্তিকে সনাক্তকরনের জন্য বায়োমেট্রিাক্স কে সাধারনত কয়টি শ্রেনিতে বিভক্ত করা যায়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
141. নিচের কোনটি ইউনিক আইডেনটি?
ক. আগুলের ছাপ
খ. হাতের মাপ
গ. উচ্চতা
ঘ. ওজন
উত্তর: ক. আগুলের ছাপ
142. মাইক্রোপ্রসেসর চিপে সঠিক ভ্রমনকারী শনাক্ত করার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিভিন্ন ধরনের তথ্য কোথায় লিপিবদ্ধ থাকে?
ক. TUPAC
খ. LACO
গ. ICAO
ঘ. IOCA
উত্তর: গ. ICAO
143. বায়োইনফরমেট্রিক্স হলো-
ক. জৈব বিজ্ঞান
খ. তথ্য বিজ্ঞান
গ. জৈব বিজ্ঞান
ঘ. জীব তথ্য বিজ্ঞান
উত্তর: গ. জৈব বিজ্ঞান
144. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই-
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ. বায়ো টেকনোলজি
গ. বায়োমেট্রিক্স
ঘ. জেনেটিক
উত্তর: ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
145. বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মিল কোথায়?
ক. কম্পিউটার ক্রাইম নিয়ে আলোচনা করা হয়
খ. DNA নিয়ে গবেষণা করা হয়।
গ. সামাজিক যোগাযোগে ব্যবহার করা হয়।
ঘ. কম্পিউটার ভাইরাস নিয়ে গবেষণা করা হয়
উত্তর: খ. DNA নিয়ে গবেষণা করা হয়।
146. তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নেই-
ক. সার্জারিতে
খ. ব্যাংকিংয়ে
গ. ভাষা শিক্ষায়
ঘ. খ্যাদ্য গ্রহণে
উত্তর: ঘ. খ্যাদ্য গ্রহণে
147. বায়োইনফরমেটিক্স এর প্রধান কাজ হলো-
ক. জিন অনুসন্ধান করা
খ. সিকোয়েন্স অ্যালাইনমেন্ট
গ. সফটওয়্যার টুলস তৈরী করা
ঘ. জিনোম সমন্বয় করা
উত্তর: খ. সিকোয়েন্স অ্যালাইনমেন্ট
148. কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীবসম্বন্ধীয় উপায় প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়-
ক. Biometrics
খ. Genetics
গ. Bioinformatics
ঘ. Microbiology
উত্তর: গ. Bioinformatics
149. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে পরিবর্তন করা সম্ভব-
ক. অর্থনীতি
খ. জীবন
গ. জীবদেহ
ঘ. সমাজ
উত্তর: গ. জীবদেহ
150. কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন ব্যবহারকারী জিন বহনকারী খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশল কে কী বলে?
ক. বায়োমেট্রিক্স
খ. বায়োইনফরমেট্রিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি
ঘ. ন্যানোটেকনোলজি
উত্তর: গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি
151. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কী?
ক. জেনেটিক মডুলেশন
খ. জেনেটিক মডিফেকেশন
গ. জেনেটিক ফিউশন
ঘ. জেনেটিক ফেশন
উত্তর: খ. জেনেটিক মডিফেকেশন
152. উন্নত বৈশিষ্ঠ্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে-
ক. ন্যানোটেকনোলজি
খ. বায়োমেট্রিক্স
গ. বায়োইনফরমেট্রিক্স
ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর: ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
153. DNA অণু কাঁটা যায় কী দিয়ে-
ক. ব্লুপপ্রিন্ট
খ. আণবিক কাঁচি
গ. পারমাণবিক কাঁচি
ঘ. রিকম্বিনেন্ট
উত্তর: গ. পারমাণবিক কাঁচি
154. ন্যানোটেকনোলজি কে সংক্ষেপে কী বলা হয়-
ক. টেকনো
খ. মাইক্রো টেক
গ. ন্যানো
ঘ. মাইক্রোটেকনোলজি
উত্তর: গ. ন্যানো
155. কতটি Xenon অণু দ্বারা আইবিএমএর লোগোটি তৈরী হয়?
ক. ২০ টি
খ. ৩০ টি
গ. ৩৫ টি
ঘ. ৪০ টি
উত্তর: গ. ৩৫ টি
156. ন্যানো প্রযুক্তির জনক বলা হয়-
ক. ফাইনম্যান রোজ
খ. রিচার্ড ফাইনম্যান
গ. বায়োমেট্রিক্স
ঘ. মার্ক জুকার্বাগ
উত্তর: খ. রিচার্ড ফাইনম্যান
157. এক ইঞ্চির দুই কোটি ৫৪ লক্ষ ভাগের এক ভাগ হলো-
ক. এক মিটার
খ. এক ন্যানো মিটার
গ. এক কিলোমিটার
ঘ. এক ন্যানো কিলোমটিার
উত্তর: খ. এক ন্যানো মিটার
158. সংবাদপত্রের একটি শীটের প্রশস্ততা হলো-
ক. এক লক্ষ ন্যানো মিটার
খ. দুই লক্ষ মিটার
গ. তিন লক্ষ মিটার
ঘ. চার লক্ষ মিটার
উত্তর: ক. এক লক্ষ ন্যানো মিটার
159. রেডিয়েশন দেখা হয় কোন চিকিৎসায়-
ক. হৃদরোগ
খ. হাপানি
গ. ক্যান্সার
ঘ. জন্ডিস
উত্তর: গ. ক্যান্সার
160. সর্বপ্রথম কম্পিউটার ইথিকস টার্মটির ধারনা দেন কে?
ক. প্রফেসর ড. রিচার্ড ফাইনম্যান
খ. প্রফেসর ড. ওয়ান্টার
গ. প্রফেসর ড.আর এর ফিশার
ঘ. প্রফেসর ড. টিম বার্নারলি
উত্তর: খ. প্রফেসর ড. ওয়ান্টার
161. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-
ক. থামসিং
খ. প্রাইরেসিং
গ. ক্রাকিং
ঘ. হ্যাকিং
উত্তর: ঘ. হ্যাকিং
162. কম্পিউটার ইথিকস ইন্সটিটিউট কম্পিউটার ইথিকসের বিষয়ে কয়টি নির্দেশনা তৈরী করে-
ক. ০৬টি
খ. ০৮টি
গ. ১০টি
ঘ. ১২টি
উত্তর: গ. ১০টি
163. বিশ্ব আজ এক তথ্যের মহাসমুদ্রে পরিণত হয়েছে কিসের ফলে-
ক. মোবাইল ফোন
খ. টেলিভিশন
গ. কম্পিউটার নির্ভর ইন্টারনেটের ফলে
ঘ. কম্পিউটার
উত্তর: গ. কম্পিউটার নির্ভর ইন্টারনেটের ফলে
164. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে-
ক. সময় বেশি কিন্তু খরচ কম
খ. সময় ও খরচ খুবই কম
গ. খরচ বেশি কিন্তু সময় কম
ঘ. সময় ও শক্তি খরচ বেশি
উত্তর: খ. সময় ও খরচ খুবই কম
165. ফ্লিকার হলো-
ক. ফটো শেয়ারিং সাইট
খ. ভিডিও শেয়ারিং সাইট
গ. রাজনৈতিক নেটওয়ার্কিং সাইট
ঘ. অর্থনৈতিক শেয়ারিং সাইট
উত্তর: খ. ভিডিও শেয়ারিং সাইট
166. টেলিযোগাযোগের মাধ্যমে সভা সমাবেশ করাকে বলা হয়-
ক. টেলিকনফারেন্সিং
খ. টেলিকফারেন্স
গ. ভিডিও টেলিকনফারেন্স
ঘ. ভিডিও করফারেন্স
উত্তর: খ. টেলিকফারেন্স
167. টেলিকনফারেন্স পদ্ধতি আবিষ্কার করেন-
ক. মাদার কুরি
খ. মরি টারফ
গ. টারফ মরিসন
ঘ. মার্ক এন্ড্রিসন
উত্তর: খ. মরি টারফ
168. মরি টারফ কিসের সাথে যুক্ত-
ক. এক্সপার্ট সিস্টেম
খ. বুলেটিন বোর্ড
গ. রোবট
ঘ. টেলিকনফারেন্সিং
উত্তর: ঘ. টেলিকনফারেন্সিং
169. ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে-
ক. ভিডিও করা যায়
খ. কথা বলা যায়
গ. ছবি দেখা যায়
ঘ. কথা বলা ও শোনা
উত্তর: গ. ছবি দেখা যায়
170. শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাসে অংশগ্রহনের সুযোগ পায় যার মাধ্যমে-
ক. টেলিকনফারেন্সিং
খ. বুলেটিন বোর্ড
গ. রিজার্ভেশন সিস্টেম
ঘ. ভিডিও কনফারেন্সিং
উত্তর: ঘ. ভিডিও কনফারেন্সিং
171. বিমানের উঠানামা এবং কখন বিমান আসবে এবং ছেড়ে যাবে এসকল তথ্য জানা যায়-
ক. এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে
খ. টেলিকনফারেন্সিং এর মাধ্যমে
গ. বুলেটিন বোর্ডের মাধ্যমে
ঘ. ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে
উত্তর: গ. বুলেটিন বোর্ডের মাধ্যমে
172. ATM- এর পূর্ণ নাম-
ক. Automatic Taka Machine
খ. Automatic Teller Machine
গ. Atom Mobile Machine
ঘ. Atonation Talore Machine
উত্তর: খ. Automatic Teller Machine
173. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই-
ক. EFT
খ. VC
গ. RS
ঘ. ES
উত্তর: খ. VC
174. নিচের কোনটি ব্যবহার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে অর্থ সংগ্রহ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, স্থানান্তও এবং উদ্ধার করা যায়?
ক. ই-কমার্স
খ. ই-মার্কেটিং
গ. ই-রিটেলিং
ঘ. ই-বিক্রয়
উত্তর: ক. ই-কমার্স
175. কোথায় তথ্য প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি?
ক. যোগাযোগ ক্ষেত্রে
খ. শিল্পক্ষেত্রে
গ. শিক্ষাক্ষেত্রে
ঘ. চিকিৎসাক্ষেত্রে
উত্তর: গ. শিক্ষাক্ষেত্রে
176. ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে অনলাইনের মাধ্যমে সেবা পাওয়া যায়-(i) ভোটার তালিকা হালনাগাদকরণ তথ্য
(ii) ভিজিএফ/ভিডিজি কার্ডধারী তথ্য
(iii) জন্ম নিবন্ধন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
177. বিশ্বগ্রামের সম্পর্কযুক্ত তথ্যসমূহ হলো-(i) বিশ্বগ্রামের ধারণা বাস্তবে রুপ নেয় ১৯৭০ সালে
(ii) কম্পিউটার ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়
(iii) বিশ্বগ্রাম ধারণা বাস্তবায়ন করে ইন্টারনেট নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
178. বিশ্বগ্রামের সম্পর্কিত তথ্য হলো-(i) বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম প্রদান করেন মার্শাল ম্যাকলুহান।
(ii) বিশ্বগ্রাম হলো তথ্যপ্রযুক্তি ভরা বিশ্ব।
(iii) বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি প্রযুক্তি নির্ভর পদ্ধতি যা এক দেশকে অন্য দেশের সাথে যুক্ত করে। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
179. যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবতন এনেছে-(i) টেলিফোন
(ii) টেলিভিশন
(iii) কম্পিউটার নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
180. কম্পিউটার ব্যাপক ব্যবহৃত হচ্ছে-(i) স্যটেলাইট কমিনিকেশন
(ii) টেলি কমিনিকেশন
(iii) ওয়্যারলেস কমিনিকেশন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
181. তথ্য ও প্রযুক্তির কল্যানে শিক্ষা গ্রহনের পদ্বিতি হয়েচে –(i) সহজ, উন্নত ও আকষনীয়
(ii) সার্বজনীন
(iii) ব্যয় সাশ্রয়ী নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
182. টেলিফারেন্সিং এর মাধ্যমে সেবা পাওয়া যায়-(i) দ্বীপ এলাকা হতে
(ii) হাওয়া অঞ্চল থেকে
(iii) পাহাড়ী এলাকা থেকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
183. তথ্য ও প্রযুক্তির সম্পর্কিত তথ্যাবলী -(i) অনলাইন পদ্বতিতে ইন্টারনেটের বিভিন্ন টুলস এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে
(ii) মেশিন যোগাযোগ একটি কৃতিম ব্যবস্থা
(iii) প্রসপেটর খনিজ সম্পদ খুজে বের করতে ব্যবহার হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
184. জনসংখ্যা ও বাসস্থান সম্পর্কিত-(i) বর্তমানে মোট অধিবাসীসদর মেধ্যে ৪৯% মহিলা।
(ii) বৈশ্বিক বাসস্থান, সমন্নিত রান্নার স্থান যা সকলের জন্য ব্যবহার যোগ্য নয়।
(iii) বাংলাদেশে মোট জনসংখ্যা ৭৬% লোক গ্রামে বাস করে। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
185. বৈশ্বিক বাসস্থান-(i) বসবাসকারী ব্যকি্ত লন্ড সিস্টেমের সুবিধা ভোগ করতে পারবে স্বল্প খরচে
(ii) বসবাসকারী ব্যক্তির জন্য কোন হিডেন সাজ থাকে না
(iii) নিরবিছিন্ন বিদ্বুত ব্যবস্থা সংযুক্ত ও বহাল নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
186. -(i) ই-কমার্স পদ্ধতি চালু হওয়ার শ্যম, অথে এবং সেবা সাশ্রয় হচ্ছে।
(ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায় কম লোকবলে বেশি কাজ করা সম্ভব।
(iii) ই-কমার্স এর জন্য কর্মী ব্যবস্থাপনা সহজ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
187. তথ্য ও যোগাযেগ প্রযুক্তি ফলে-(i) অল্প খরচে বিভিন্ন কাজ স্পন্ন করা যাচ্ছে
(ii) বিক্রয় ও মুনাফা বৃদ্বি পাচ্ছে
(iii) ব্যবসায় হিসাব ও অথিক ব্যবস্হাপনার তেমন গতি ও বিশুদ্বাতা আসেনি নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
188. গনমাধ্যমে অনেক ধরনের সেবা বিশেষ করে ই-মেইল, ওয়েবসাইট সেবা প্রদান করে-(i) ব্লগিং
(ii) রেডিও
(iii) ইন্টারনেট নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
189. সংবাদ প্রচারে তথ্য প্রযুক্তির ভূমিকা-(i) সংবাদ হলো তথ্যের সমষ্টি।
(ii) বর্তমানে তথ্য প্রযুক্তির উপর সংবাদ মাধ্যমগুলো নির্ভরশীল নয়।
(iii) কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি দেশের প্রতিটি শহর থেকে একই সময়ে সংবাদপএ বের করা সম্ভব হচ্ছে। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
190. বিশ্ব সামাজিক যোগাযোগ ব্যবস্থা-(i) ফেসবুক
(ii) টুইটার
(iii) স্কাইপ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
191. ফেসবুক লগইন করা অবস্থায় যা সম্ভব –(i) একজন অন্যজনের সাথে চ্যাট করা
(ii) প্রোফাইল দেখা
(iii) সরাসরি কথা বলা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
192. জিআইএস এর প্রয়োজনীয় উপকরণ-(i) কম্পিউটার
(ii) ডিজিটাইজার
(iii) প্লটার নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
193. জিআইএস বেশ কার্যকর ভূমিকা রাখছে-(i) ট্রাফিক জ্যাম
(ii) সন্ত্রাস
(iii) দারিদ্র নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
194. বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুন-(i) অভিজ্ঞতা থেকে শেখা ও বুঝা
(ii) জ্ঞান অর্জন ও প্রয়োগ করা
(iii) সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রদর্শন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
195. রোবট তৈরি করা হয়-(i) খুবই কষ্টসাধ্য
(ii) সস্তা
(iii) ব্যয়বহুল নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
196. ক্রায়োসার্জারি ব্যবহার করা-(i) ক্যারাটোসিস
(ii) স্কিন ট্যাগ
(iii) জন্ডিস নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
197. আইসিটি ব্যবহারের ফলে-(i) খরচ হ্রাস পায়
(ii) অপচয় বেশি হয়
(iii) অপচয় কম হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
198. প্রতিরক্ষা বাহিনী গঠিত-(i) সেনাবাহিনী
(ii) নৌবাহিনী
(iii) বিমান বাহিনী নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
199. বায়োমেট্রিক্স এর শারীরবৃত্তীয় অংশ হলো-(i) মূখ
(ii) হাত
(iii) আঙ্গুলের ছাপ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
200. বায়োমেট্রিক্স ব্যবহার হয়-(i) কম্পিউটারের ব্যবহার নিয়ন্ত্রণ
(ii) অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণের কাজ
(iii) ক্যান্সার গবেষণায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
201. নলেজবেজড বা জ্ঞানভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি হলো-(i) পাসওয়ার্ড
(ii) পাসপোর্ট
(iii) পিন নম্বর নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
202. বায়ো ইনফরমেটিক্স এর জন্য প্রায়োজনীয় সফটওয়্যার-(i) SQL
(ii) Perl
(iii) MS-Excel নিচের কোনটি সঠিক?
204. বায়োইনফরম্যটিক্স এর প্রধান কাজ হলো-(i) জেনেটিক ও জিনোমিক ডেটার মধ্যে তুলনা করে।
(ii) মলিকুলার বায়োলজির বৈশিষ্ঠ অনুধাবন ও মুল্যায়ন করার কাজে সহায়তা করে ।
(iii) দূতাবাস, সীমান্ত চেকপোষ্ট বিমানবন্দর প্রভৃতি কাজে ব্যবহার হয়। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
205. ন্যানো টেকনোলজি ব্যবহার হয়-(i) কসমেটিক্ম উৎপাদনে
(ii) কাপড় তৈরিতে
(iii) উচ্চ ফলনশীল গাছ উদ্ভাবনে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
206. STM যন্তটি-(i) ১৯৮০ সনে IBN এর গবেষকরা প্রথম আবিস্কার করেন
(ii) দ্বারা অণুর গঠন দেখা সম্ভব হয়েছে।
(iii) ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছে। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
207. মোবাইল ফোনের মাধ্যমে সম্বব-(i) ই-মেইল
(ii) ভয়েস কল
(iii) টাকা পাঠানে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
208. সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর অবদান হলো-(i) সামাজিক ঐক্য গড়ে তোলা।
(ii) বেকারত্ব সৃষ্টি করা।
(iii) সমাজের সকল মানুষের মধ্যে যে পারস্পরিক বন্ধন জোড়ালো করা। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
209. স্কাইপের সাহায্যে-(i) অডিও ভিডিও চ্যাটিং করা যায়
(ii) ভিডিও কনফারেন্সিং করা যায়
(iii) নিকটজন বা পরিচিতদের সাথে টেক্মট করা যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
210. বর্তমান ভিডিও কনফারেন্সি ব্যবহার হচ্ছে-(i) ব্যবসায় বাণিজ্যে
(ii) স্বাস্থ্যসেবায়
(iii) শিক্ষা খাতে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
নিচের উদ্দিপকটি পড় এবং ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
দেলোয়ার সাহেব একটি সরকারি অফিসে চাকুরি করেন। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারে বেশি আগ্রহি। দেশ-বিদেশের বিভিন্ন তথ্য জানার জন্য বাসায় ইন্টারনেট ব্যবহার করেন।
211. গনি সাহেবের তথ্য প্রযুক্তির ব্যবহার-(i) ইতিবাচক
(ii) নেতিবাচক
(iii) কার্যকর ও সময়োপযোগি নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
212. ইন্টার্নেটের মাধ্যমে গণি সাহেব যে সুবিধা পেতে পারে-(i) ই-নিউজ ব্যবহার
(ii) ই-বুক ব্যবহার
(iii) ফেজবুক ব্যবহার নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড় এবং 213 ও 214 নং প্রশ্নের উত্তর দাওঃ
তানভীর মেশিন রিডেবল পাসপোর্টোর জন্য আবেদন করেন। আবেদন পত্র জমা দেওয়ার দিন পাসপোর্ট অফিসে তার ছবি তোলা এবং আঙ্গুলের ছাপ তোলা এবং আঙ্গুলের ছাপ রাখা হয়। কিছু দিন পর একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসর্পোট হলে গেছে।
213. উপরোক্ত আলোচনায় আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে?
ক. বায়োমেট্রিক্স
খ. বায়ো্নিফরমেট্রিক্স
গ. ভার্চুয়াল বিয়েলিটি
ঘ. ন্যানোটেকনোলজি
উত্তর: ক. বায়োমেট্রিক্স
214. তানভীর পাসর্পোট সম্পন্ন হওয়ার খবর জানতে পারবে-(i) তথ্য প্রযু্ক্তির মাধ্যমে
(ii) যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে
(iii) ন্যানোটেকনোলজি মাধ্যমে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
নিচের উদ্দিপকটি পড় এবং 215 ও 216 নং প্রশ্নের উত্তর দাওঃ
বর্তমানে সময়ে ব্যবহৃত গুরুত্বর্পূন প্রযুক্তি য ব্যাংকিং সিস্টেমে যুক্ত হয়ে ক্রেডিড কার্ড জালিয়াতির পদক্ষেপ সনাক্ত করে, টেলিফোনে আড়ি পেতে কন্ঠস্বর সনাক্ত করে এবং কোনো সফটওয়্যার সিস্টেমে যখন আপনি কোনো সমস্যার পড়েন তার সঠিক সমাধানের পরামর্শ দেয়।
215. কোনো প্রযুক্তি দ্বারা ব্যাংকিং সিস্টেমে যুক্ত হয়ে ক্রেডিট কার্ড জালিয়াতির পদক্ষেপ শনাক্ত করে টেলিফোনে আড়ি পেতে কন্ঠস্বর শনাক্ত করা যায়।
ক. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স
খ. তথ্য প্রযুক্তি
গ. রোবটিক্স
ঘ. ক্রায়োসার্জারি
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
216. বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়?
ক. চিকিৎসায়
খ. শিক্ষাক্ষেত্রে
গ. যোগাযোগ
ঘ. ব্যক্তি শনাক্তকরনে
উত্তর: ঘ. ব্যক্তি শনাক্তকরনে
নিচের উদ্দপিকটি পড় এবং২১৭, ২১৮ ও ২১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রাণি বিজ্ঞানের শিক্ষক জনাব হামদে রাব্বি একাদশ শ্রেণির ক্লাসের মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুন, ব্যক্তিত্ব এবং কম্পিউটার বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে কোন ব্যক্তি বা তাদের গ্রুপকে সনাক্তরণ পদ্ধতি নিয়ে আলোচনা করলেন।
217. শিক্ষক যে বিষয়টি আলোচনা করলেন তাকে কী বলে?
ক. Biometrics
খ. Bioinformatics
গ. Nanotechnology
ঘ. Genetic Engineering
উত্তর: খ. Bioinformatics
218. শরীরবৃত্ত বায়োমেট্রিক্স কী নিয়ে কাজ করে?
ক. ন্যানো টেকনোলজি
খ. ডি.এন.এ
গ. রোবটিক
ঘ. ক্রায়োসার্জারি
উত্তর: খ. ডি.এন.এ
219. নিচের কোনটি প্রমাণভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি?
ক. পাসওয়ার্ড
খ. মোবাইল ফোন
গ. নাগরিকত্ব কার্ড
ঘ. PIN
উত্তর: ঘ. PIN
নিচের উদ্দপিকটি পড় এবং ২২০ ও ২২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
সুইডেন প্রবাসী আল-আমিন হাসান সাহেবের দেশে কয়েকটি ফার্ম আছে ঐ প্রতিষ্ঠানগুলোর কমকর্তাদের সাথে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন এবং ব্যবসায় কার্য পরিচালনা করেন।
220. বর্তমান বিশ্বে যোগাযোগের সবচেয়ে পরিচিত মাধ্যম কোনটি?
ক. চিঠি
খ. টেলিফোন
গ. টেলিগ্রাম
ঘ. ই-মেইল
উত্তর: ঘ. ই-মেইল
221. ই-মেইল হলো-
ক. ইনভারমেন্টাল মেইল
খ. ইলেকট্রনিক মেইল
গ. ইজি মেইল
ঘ. ইনভিলাপ মেইল
উত্তর: খ. ইলেকট্রনিক মেইল
নিচের উদ্দপিকটি পড় এবং ২২২, ২২৩, ও ২২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
বর্তমান যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক লক্ষ্য করা যায়। তথ্যপ্রযুক্তির কল্যাণে সমগ্র বিশ্ব আজ পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। তথ্য প্রযুক্তির কুফলের ফলে সমাজ আজ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি। তথ্য প্রযুক্তির ফলে সমাজে সৃষ্ট সমস্যাগুলো হচ্ছে- অশ্লীলতা, অপরাধ, মিথ্যা, শারীরিক সমস্যা ইত্যাদি।
222. বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হওয়ায় অনেক ক্ষেত্রে সনাতনী প্রথা উঠে যাচ্ছে। এটি তথ্য প্রযুক্তিতে কী ধরনের কু-প্রভাব ফেলেছে?
ক. শারীরিক সমস্যা
খ. মানসিক সমস্যা
গ. বেকারত্ব বৃদ্ধি
ঘ. অশ্লীলতা
উত্তর: ঘ. অশ্লীলতা
223. রঙিন টিভি বেশি সময় ধরে দেখার কারণে সৃষ্ট সমস্যা কোনটি?
ক. হৃদপিন্ড অকার্যকর হওয়া
খ. কোষের সমস্যা হওয়া
গ. কোমর ব্যথা
ঘ. শ্রবণশক্তি কমে যাওয়া
উত্তর: গ. কোমর ব্যথা
224. তথ্য প্রযুক্তির কু-প্রভাবে-(i) অপরাধ বৃদ্ধি পায়
(ii) মানব সম্পদের উন্নয়ন হয়
(iii) ব্যবসায়িক সুখ্যাতি নষ্ট হয় নিচের কোনটি সঠিক?
227. তথ্য আদান-প্রদানে ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে-
ক. টেলিফোন
খ. টেলিভিশন
গ. ফ্যাক্স
ঘ. কম্পিউটার
উত্তর: ঘ. কম্পিউটার
228. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে গড়ে উঠেছে-(i) আন্তঃমহাদেশীয় যোগাযোগ ব্যবস্থা
(ii) আন্তঃ মহাদেশীয় বাণিজিক ব্যবস্থা
(iii) আন্তঃমহাদেশীয় সাংস্কৃতিক ব্যবস্থা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
229. বিভিন্ন প্রোগ্রাম মোতাবেক কম্পিউটার-(i) তথ্য নেয়
(ii) প্রক্রিয়াকরণ করে
(iii) ফলাফল প্রদান করে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
230. কোনটি জীবদেহের দেহের ডিএনএ এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক?
ক. সেন্ট্রিওল
খ. কোষ
গ. জিন
ঘ. ক্রোমাটিভ
উত্তর: গ. জিন
231. কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হচ্ছে কোন প্রজন্মের কম্পিউটারে?
ক. দ্বিতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তর: গ.
232. আধুনিক খেলাগুলোর বিভিন্ন সমগ্রী তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে?
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ. ন্যানো টেকনোলোজী
গ. বায়োইনফোরমেটিক্স
ঘ. রোবটিক্স
উত্তর: গ.
233. কৃত্রিম বুদ্ধিত্তার ব্যবহারের প্রধান ক্ষেত্রে-(i) ন্যাচারল ইন্টারফেস
(ii) বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান
(iii) ক্রায়োসার্জারি নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
234. বিশ্বগ্রাম ধারনা সংশ্লিস্ট উপাদান-(i) টেলিভিশন
(ii) অটোক্যাড
(iii) স্মার্টহোম নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
235. অস্থায়ী স্বৃতি হিসেবে ব্যবহুত হয় কোনটি-(i) র্যাম
(ii) রম
(iii) রেজিস্টার নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
236. কম্পিউটারের যাবতীয় গানিতিক কাজ সম্পন্ন করে কে-
243. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কি?
ক. বায়োমেট্রিক্স
খ. ন্যানোটেকনোলজি
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি
ঘ. বায়োইনফোরমেটিক্স
উত্তর: খ. ন্যানোটেকনোলজি
244. কৃত্রিমবুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?
ক. Python
খ. Prolog
গ. Cobol
ঘ. Fortran
উত্তর: খ. Prolog
245. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের ব্যবস্থাকে কি বলে?
ক. ই-কমার্স
খ. ই-বিজনেস
গ. আউটসোর্সীং
ঘ. ই-গর্ভনেন্স
উত্তর: গ. আউটসোর্সীং
246. ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?
ক. মলিকুলার কম্পুনেন্ট থেকে
খ. লার্জার এন্টিটি হতে
গ. সাইনিং- এর মাধ্যমে
ঘ. প্রোগ্রামিং দ্বারা
উত্তর: ক. মলিকুলার কম্পুনেন্ট থেকে
247. কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কীত?
ক. ফাজি লজিক
খ. বিশেষ ধরণের গ্লাভস
গ. নাইট্রোজেন
ঘ. নেভিগেশন
উত্তর: গ. নাইট্রোজেন
248. রোবটিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য-(i) হার্ডওয়্যার
(ii) র্আটিফিসিয়াল
(iii) নতুন গবেষনা পরিচালনা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
249. কোনটি বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য-
ক. স্বল্প ডেটা সংরক্ষণ
খ. জৈবিক ডেটার সমাহার
গ. ন্যানো টেকনোলজীর ব্যবহার
ঘ. প্রযুক্তি নির্ভর নিরাপত্তা
উত্তর: খ. জৈবিক ডেটার সমাহার
250. বায়োমেট্রিক্স এর শরীরবৃত্তীয় অংশ হলো-(i) মুখ
(ii) হাত
(iii) আঙ্গুলর ছাপ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
251. একুশ শতকের সম্পদ হলো—
ক. কৃষি
খ. অর্থ
গ. জ্ঞান
ঘ. শিল্প-বাণিজ্য
উত্তর: গ. জ্ঞান
252. পৃথিবীর সম্পদ হচ্ছে—
ক. রোবট
খ. জ্ঞান
গ. সাধারণ মানুষ
ঘ. খনিজ সম্পদ
উত্তর: গ. সাধারণ মানুষ
253. একুশ শতকে পৃথিবীর সম্পদ—(i) জ্ঞান
(ii) মানুষ
(iii) অর্থ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
254. পৃথিবীর সম্পদ মানুষই—(i) জ্ঞান সৃষ্টি করতে পারে
(ii) জ্ঞান ধারণ করতে পারে
(iii) জ্ঞান ব্যবহার করতে পারে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
255. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
ক. Internet
খ. E-mail
গ. Internationalization
ঘ. Globalization
উত্তর: গ. Internationalization
256. Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার পেছনে কোন কারণটি দায়ী?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. ইন্টারনেট
গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি
ঘ. গ্লোবাল ভিলেজ
উত্তর: ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
257. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলাফল—(i) Green House Effect
(ii) Globalization
(iii) Internationalization নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
258. মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?
ক. অর্থের ব্যবহার
খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
গ. ইন্টারনেট
ঘ. তথ্যের ক্রমবিকাশ
উত্তর: ঘ. i, ii ও iii
259. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?(i)
(ii)
(iii) নিচের কোনটি সঠিক?
ক. অর্থ-সম্পদভিত্তিক
খ. বাজেটভিত্তিক
গ. জ্ঞানভিত্তিক
ঘ. তথ্যভিত্তিক
উত্তর: গ. জ্ঞানভিত্তিক
260. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে—(i) উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে
(ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে
(iii) তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
261. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ. ১৮৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৯১
উত্তর: ঘ. ১৯৯১
262. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. জগদীশ চন্দ্র বসু
উত্তর: ক. চার্লস ব্যাবেজ
263. ফেসবুকের নির্মাতা কে?
ক. স্টিভ জবস
খ. বিলগেটস
গ. মার্ক জাকারবার্গ
ঘ. টিম বার্নার্স লি
উত্তর: গ. মার্ক জাকারবার্গ
264. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—(i) স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে
(ii) সরকারি সেবার মান উন্নত হবে
(iii) ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
265. ক্যাশ মেমোরি পরিস্কার করতে কোনটির সাহায্য নেওয়া যেতে পারে?
ক. হার্ডওয়্যার
খ. কুকিজ
গ. ব্রাউজার
ঘ. সফটওয়্যার
উত্তর: ঘ. সফটওয়্যার
266. কীবোর্ডের ফাংশন কী এর সংখ্যা কতটি?
ক. ১১
খ. ১২
গ. ১৩
ঘ. ১৪
উত্তর: খ. ১২
267. কীভাবে ভাইরাস এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ছড়িয়ে পড়ে?
ক. সিডির মাধ্যমে
খ. হার্ডডিক্সের মাধ্যমে
গ. উভয়ই
ঘ. কোনোটিই নয়
উত্তর: গ. উভয়ই
268. এন্টিভাইরাস এর কাজ কী?(i)
(ii)
(iii) নিচের কোনটি সঠিক?
ক. ভাইরাস প্রতিহত করা
খ. হারানো ফাইল তৈরি করা।
গ. CPU এর ক্ষমতা বাড়ানো
ঘ. মাদারবোর্ড সাপোর্ট করা
উত্তর: ক. ভাইরাস প্রতিহত করা
নিচের অনুচ্ছেদটি পড় এবং 269 ও 270 নং প্রশ্নের উত্তর দাও:
কাইয়ুম হোসেন একজন লেখক মানুষ। সে সৃষ্টিকর্মের সাথে জড়িত। কিছুদিন আগে সে পাইরেসির স্বীকার হয়েছে।
269. কোন আইন কাইয়ুম হোসেনের সৃষ্টিকর্মকে নিরাপত্তা প্রদান করবে?
ক. পাইরেসি আইন
খ. তথ্য অধিকার আইন
গ. রাষ্ট্রীয় আইন
ঘ. কপিরাইট আইন
উত্তর: খ. তথ্য অধিকার আইন
270. এই আইনের কারনে কাইয়ুম হোসেন যে সুবিধাসমুহ পাবে-(i) সৃষ্টিকর্মের সুরক্ষা প্রদান করা
(ii) বিনিয়োগের সুফল ভোগ করা
(iii) নিজের সৃষ্টিকর্মের মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
271. পাসওয়ার্ড সাধারণত কোন ভাষায় হতে পারে?
ক. বাংলা
খ. চিহ্ন
গ. ইংরেজী
ঘ. আরবি
উত্তর: গ. ইংরেজী
272. ফেসবুকে কাউকে বন্ধু বানানোর পূর্বে কোন ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন?
ক. ব্যক্তির পরিচয় সর্ম্পকে
খ. তার মোবাইল নাম্বার সর্ম্পকে
গ. বাড়ির ঠিকানা সর্ম্পকে
ঘ. অ্যাকাউন্টের অস্তিত্ব সর্ম্পকে
উত্তর: ক. ব্যক্তির পরিচয় সর্ম্পকে
273. যখন একজন জানে কাজটি ঠিক না, তারপরেও কাজটি ছাড়তে পারে না তখন তাকে কী বলে?