Thursday, September 20, 2018

Cloud Computing: ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয় কেন? (অনুধাবন)

উত্তর: ক্লাউড কম্পিটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভারের কম্পিউটার রিসোর্স। নিম্নলিখিত সুবিধার কারণে ক্লাউড কম্পিউটিং সেবা গ্রহণ করা হয়-
. সার্বক্ষণিক ব্যবহারযোগ্য।
. যেকোনো সময় যেকোনো স্থান থেকে তথ্য আপলোড ও ডাউনলোড করা যায়।
. হার্ডওয়্যার, সফটওয়্যার, লাইসেন্স ফি এর জন্য অধিক অর্থ ব্যয় করতে হয় না।
. কম সংখ্যক জনবল নিয়ে অধিক কাজ করার সুবিধা।
. পরিচালনা ব্যয় কম এবং কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না।
. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয় এবং সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

No comments:

Post a Comment