তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
অধ্যায়ঃ প্রথম
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
1. বিশ্ব গ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে?
উত্তর: গ. তথ্য প্রযুক্তি
2. সর্ব প্রথম বিশ্ব গ্রাম ধারনার অবতারনা করেন কে?
উত্তর: ক. মার্শাল ম্যাকুলহান
3. কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিত আবশ্যক ?
উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
4. যোগাযোগ ব্যবস্থার অবর্ননীয় পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে-
উত্তর: গ. বিশ্বগ্রাম
5. বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক ?
উত্তর: ক. ইন্টারনেট
6. বিশ্বগ্রামের ধারনা কত সালে রূপ নেয় ?
উত্তর: খ. ১৯৭০ সালে
7. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে?
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
8. কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দিয়েছে?
উত্তর: গ. মোবাইল
9. ই- কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?
উত্তর: খ. ব্যবসায়-বানিজ্য
10. ক্রায়োসার্জারী চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্নয় ব্যবহার করা হয়?
উত্তর: গ. চামড়ার ক্যানসার
11. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে?
উত্তর: ঘ. বায়োমেট্রিক্স
12. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংসগ্রহন করতে পারেন?
উত্তর: ক. ইন্টারনেট
13. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারি নিচের কোনটিকে বাস্তব মনে করেন ?
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
14. ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোন অবস্থার সৃষ্টি করে ?
উত্তর: গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া
15. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?
উত্তর: ঘ. এনভায়ণমেন্ট
16. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে--
উত্তর: ক. নলেজ বেজড সিস্টেম
17. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?
উত্তর: গ. চিকিৎসা
18. প্রসেপেটর নিচের কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর: ঘ. মহাকাশযান
19. মানুষের চিন্তা-চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে----
উত্তর: গ. কৃত্রিম বুদ্ধিমত্তা
20. প্রযুক্তির যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে?
উত্তর: ক. রোবোটিকস
21. বর্তমানে বোমা নিস্ক্রয়করন, খনিতে, মহাকাশ, পরিবেশ পরিছন্নতায় ইত্যাদি ক্ষেত্রে মানুষের জায়গায় কী ব্যবহার হচ্ছে-
উত্তর: খ. রোবট
22. বর্তমানে চামড়ার ক্যানসার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে -
উত্তর: গ. ক্রায়োসার্জারি
23. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়-
উত্তর: ঘ. তরল
24. ক্রায়োসার্জারীতে অসুস্থ টিসুকে ধ্বংস করা হয়-
উত্তর: ক. অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ
25. ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ?
উত্তর: খ. চিকিৎসা
26. ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় ?
উত্তর: ক. তরল
27. আজকাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষনার জন্য কী পাঠাচ্ছে?
উত্তর: খ. রোবট
28. মৃত ব্যক্তির DNA পর্যালোচানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ?
উত্তর: খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
29. পলিথিন ফাইবার প্রভূতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় ?
উত্তর: ঘ. ন্যানো টেকনোলজি
30. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ?
উত্তর: খ. মোবাইল
31. কিসের মাধ্যমে বসেই মানুষ জানতে পারছে পন্যের উৎপাদানের তারিখ গুনাগুন দাম ইত্যাদি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই নিদিষ্ট সময়ের মধ্যে হাতে পেয়ে যাচ্ছে ?
উত্তর: খ. ই-কমার্স
32. নিচের কোন ওয়েব সাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল আলোচিত ও ব্যবহৃত হচ্ছে?
উত্তর: ঘ. www.facbook.com
33. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল Multi Sensorial এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
34. বৈশিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে?
উত্তর: ক. বৈশ্বিক ভিলেজ
35. বহু বছরের ডেটাকে লাইব্রেরীর মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির সাহায্যে?
উত্তর: খ. সাইক্লোপিডিয়া
36. কিসের ব্যবহারের ফলে দুরত্ব এখন হাতের মুঠোয়?
উত্তর: ঘ. ইন্টারনেট
37. বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়?
উত্তর: খ. একটি গ্রাম
38. স্কাইপে এর মাধ্যমে পাওয়া যায়?
উত্তর: গ. ফ্রি ফোন সুবিধা
39. বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিচের কোনটি বুঝানো হয়েছে ?
উত্তর: ক. তথ্য প্রযুক্তি
40. বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি-
উত্তর: গ. ক্ষেত্র
41. বিশ্বগ্রামের ধারনা কত সালে সর্বপ্রথম অবতারনা হয়?
উত্তর: ক. ১৯৬২সালে
42. বিশ্বগ্রামের ধারনা সর্বপ্রথম কে প্রদান করেন?
উত্তর: গ. মার্শাল ম্যাকলুহা
43. বিশ্বগ্রাম কী ?
উত্তর: ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব
44. বর্তমানে বিশ্বে কিসের কারনে একটি গ্রামে পরিনিত হয়েছে-
উত্তর: গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
45. নিচের কোনটি বর্তমানে ব্যবসায়ে বানিজ্যের স্বরূপ?
উত্তর: ক. ই কমার্স
46. বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর: খ. তথ্য প্রযুক্তির যুগ
47. Understanding Media শিরোনামের গ্রহ্নটির রচিয়তা কে?
উত্তর: ক. মার্শাল ম্যাকুলুয়ান
48. সাবমেরিন কেবল নেটওয়ারর্কের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে কত সালে?
উত্তর: গ. ২০০৪
49. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড নিচের কোনটির ওপর নির্ভরশীল ?
উত্তর: খ. কম্পিউটার
50. GPS অংশ স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে কোথায় পাঠায়?
উত্তর: খ. সার্ভারে
51. ডেটা কমিউনিকেশনের কয়টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?
উত্তর: খ. ২ টি
52. কোন যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে?
উত্তর: খ. টেলিফোন
53. নিচের কোনটি বাংলাদেশের প্রধান সমস্যা?
উত্তর: ক. শিক্ষা
54. নিচের কোনটি পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব?
উত্তর: খ. প্রযুক্তি
55. অনলাইন পদ্ধতিতে কেনাবেচাকে বলা হয়?
উত্তর: খ. ই -কমার্স
56. বর্তমানে সময়ে কিসের মাধ্যমে টাকা পাঠানো হয় জনপ্রিয় হতে শুরু করেছে?
উত্তর: ক. মোবাইল
57. চাকরির ক্ষেত্রে তথ্য প্রযক্তি প্রভাবে নৈতিকভাবে উদ্বিগ্ন হতে শুরু করেছে?
উত্তর: ক. বেকারত্ব
58. নিচের কোনটি চাকরির ওয়েব সাইট?
উত্তর: ক. www.bdjobs.com
59. ইন্টারনেটের কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
উত্তর: ঘ. আউটসোসিং
60. কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে লেখাপড়ার যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে?
উত্তর: গ. অন-লাইন
61. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ও ঘরে বসে যে কোন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন?
উত্তর:ক. ইন্টারনেট
62. Khanacademy .org নামক ওয়েবসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: খ. সালমান খান
63. শিক্ষার জন্য সহজতর হচ্ছে -
উত্তর: ঘ. ই-বুক
64. নিচের কোন ওয়েব সাইটির মাধ্যমে বিশ্বের যে কোন স্থান হতে অনলাইনে স্বাস্থ্যসেবা পাওয়া যায়?
উত্তর: ঘ. www.treatmentonline.com
65. টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশে বেসরকারী পর্যায়ে কয়টি হাসপাতাল রয়েছে?
উত্তর: খ. ২টি
66. গবেষনা মানুষের কোন অনুসন্ধান প্রক্রিয়া?
উত্তর: ক. বুদ্ধিবৃত্তিক
67. গবেষনাপত্র তৈরী করা সহজতর হচ্ছে কোনটির মাধ্যমে?
উত্তর: ক. সিডি
68. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড কিসের ওপর নির্ভরশীল-
উত্তর: ক. কম্পিউটার
69. অফিস অটোমেশনের ফলে অফিসের-
উত্তর: গ. গতি বৃদ্ধি পায়
70. একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায় কোনটির মাধ্যমে?
উত্তর: ক. কম্পিউটার
71. বাড়ীর বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার কেনটি?
উত্তর: ক. CAD
72. বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে?
উত্তর: ক. আউট সোর্সিং
73.IP ADDRESS কী?
উত্তর: ক. ইন্টানেটের ঠিকানা
74. অনলাইনের মাধ্যমে ব্যাবসায়কে কী বলে?
উত্তর: ক. ই-কমার্স
75. ই-কমার্স কোন ক্ষেত্রে প্রভাব ফেলেছে?
উত্তর: ঘ. ব্যাবসায় বানিজ্য
76. যোগাযোগ ব্যবস্থার অবণর্নীয় পরিবর্তনের একটি মাইলফলক কেনটি?
উত্তর: ঘ. ফোন
77. বিশ্বগ্রামে ব্যবসায়-বাণিজ্যের সরকরাহাকৃত মালামাল পর্যবেক্ষণ করার জন্য নিচের পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: ক. ই-কমার্স
78. ব্যবসায় বানিজ্যের আধুনিকতম সংস্করণ নিচের কোনটি?
উত্তর: ক. ই-কমার্স
79. স্টক একচেঞ্জ নিচের কেন পদ্ধতিতে কেনাবেচা করে?
উত্তর: গ. ই-কমার্স
80. E-Payment System-এর সহায়তায় নিচের কোন কাজটি করা হয়?
উত্তর: ক. মূল্য পরিশোধ
81. বিশ্বের এক প্রান্ত হতে অন্যপ্রান্তে কোন পণ্যের অর্থ পরিশোধে কোন মাধ্যম ব্যবহৃত হয়?
উত্তর: খ. ক্রেডিট কার্ড
82. শিক্ষাক্ষেত্রে নিম্নের কোনটি অধিক কাজ প্রযোজ্য?
উত্তর: ক. ইন্টারনেট
83. Blog কী
উত্তর: গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা
84. যিনি ব্লগে পোষ্ট করেন তাকে কী বলে?
উত্তর: ক. ব্লগার
85. যেখানে বহুসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী তাদের মতামত ও লেখনীয় মাধ্যমে একটি প্লাটফর্ম গড়ে তোলেন সেটি কী?
উত্তর: ঘ. সামাজিক ব্লগ
86. সংবাদ কী ?
উত্তর: ক. তথ্যের সমষ্টি
87. ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের গ্রাহকগণ কম্পিউটারের পর্দায় সংবাদপত্র পড়েন বা পিন্ট করেন তাকে কী বলে?
উত্তর: খ. ই -নিউজ
88. বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা কোনটি ?
উত্তর: গ. ফেসবুক
89. ফেসবুকের স্থাপতি কে?
উত্তর: গ. মার্ক জুকারবার্গ
90. রোবটের কাজ কী?
উত্তর: ঘ. প্রতিকূল কাজে সাহায্য করা
91. নিচের কোনটি বিনোদনের উল্লেখ্যযোগ্য মাধ্যম?
উত্তর: গ. টেলিভিশন
92. কোন খেলার সরাসরি সম্প্রচার টেলিভিশনের বিকল্প হিসেবে আমারা কী ব্যবহার করতে পারি?
উত্তর: ক. ইন্টারনেট
93. ভার্চুয়াল রিয়েলিটি কীসে নিয়ন্ত্রিত হয়-
উত্তর: গ. কম্পিউটার নিয়ন্ত্রিত
94. ভার্চুয়াল রিয়েলিটি কী
উত্তর: খ. কাল্পিনিক মাল্টিমিডিয়া ব্যবহার
95. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন?
উত্তর: ক. ত্রি-মাত্রিক ছবি
96. ভার্চুয়াল রিয়েলিটি হলো অ্যাপ্লিকেশন তৈরী জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?
উত্তর: খ. বিহেভিয়ার
97. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?
উত্তর: ক. নলেজ বেজড সিস্টেম
98. বায়োইনফরমেট্রিক্স কী?
উত্তর: ঘ. জীববিদ্যা বিষয়ক তথ্য প্রক্রিাকরন
99. কম্পিউটার অনৈতিক ব্যবহারে সবচেয়ে বড় ক্ষতি হয়?
উত্তর: গ. কোম্পানির মুনাফা কমে যায়
100. ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরী হয়?
উত্তর: গ. ত্রি মাত্রিক
101. বর্তমানে যত মহাকাশযান তৈরী হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কী দ্বারা -
উত্তর: খ. কম্পিউটার
102. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়?
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
103. আর্টিফিশিয়াল রিয়েলিটি শ্বদগুচ্ছ আমাদের সামনে প্রথম তুলে ধরেন কে?
উত্তর: ক. মাইরন ক্রুইজার
104. ব্যবহারকারীকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে কোনটি-
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
105. কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরী করতে পারে কোনটি?
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
106. ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সবচেয়ে বেশী লক্ষনীয় কোন ক্ষেত্রে?
উত্তর: চলচ্চিত্রে
107. একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে উপহার দিয়েছে নতুন এক যুগ তা কি?
উত্তর: ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
108. E -mail এর পূর্ন রূপ কি?
উত্তর: ঘ. Electronic Mail
109. ই মেইল ঠিকানার পরের অংশটিকে কী বলে?
উত্তর: গ. ডোমেইন এলাকা
110. ই মেইল অ্যাড্রেসের অংশ কয়টি?
উত্তর: ক. ২টি
111. GIS এর পূর্ন রূপ কোনটি ?
উত্তর: গ. Geographic information system
112. নিচের কোনটির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা ভাবনা হয়?
উত্তর: ঘ. বুদ্ধিমান
113. প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনা দেন কে?
উত্তর: খ. John Mccarthy
114. মানুষ বা অন্য কোন প্রানীর চিন্তা করার ক্ষমতা কে কী বলা হয় ?
উত্তর: ক. Hevristic
115. নিচের কোনটির রোবটিক্স গ্রুপভুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা?
উত্তর: ক. Dexterity
116. রোবট শব্দের অর্থ কি?
উত্তর: ক. যন্ত্রমানব
117. Cryosurgery কোন দেশি শব্দ?-
উত্তর: খ. গ্রিক শব্দ
118. Cryo শব্দটির অর্থ দাড়ায়-
উত্তর: গ. খুবই ঠান্ডা
119. কোন রোগের চিকিৎসায় সাধারনত ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় -
উত্তর: ক. চর্ম রোগ
120. ক্রায়াসার্জারী সাধারনত কত তাপমাত্রায় সেগুলোকে ধ্বংস করে-
উত্তর: ক. -41oC
121. ক্রায়োসার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয়ে ব্যবহৃত হয়?
উত্তর: ঘ. চামড়ার ক্যান্সার
122. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়?
উত্তর: ঘ. তরল
123. ক্রায়োসার্জারিতে অসুস্থ টিস্যুকে ধবংস করা হয়-
উত্তর: ক. অতি মাত্রায় ঠান্ডা প্রয়োগ
124. ক্রায়োসার্জারি নিচের কোন ধরণের পদার্থ ব্যবহার করা হয়?
উত্তর: ক. তরল
125. কোনটি নাসার মঙ্গলে পাঠানোর রোবট যান?
উত্তর: ঘ. কিউরিওসিটি
126. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়?
উত্তর: ঘ. সবগুলোতেই
127. ঘরে বসে ব্যবসায়ের জন্য প্রযুক্তি ব্যবহার হয়-
উত্তর: ক. ইন্টারনেট
128. সামাজিক যোগাযোগের জন্য ব্যবহার হয়না-
উত্তর: গ. মাইস্পেস
129. চিনি মিলগুলো আখ চাষীদের জন্য অনলাইনে কী পাঠানোর ব্যবস্থা করেছেন-
উত্তর: ঘ. পুজি
130. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয়?
উত্তর: খ. মোবাইল
131. প্রতিটি যন্ত্রে বা উৎপাদন হচ্ছে তা পর্যবেক্ষন করা যায় কোন সফটাও্য়্যার এর মাধ্যমে?
উত্তর: গ. ERP
132. একটি দেশে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হয় কোন খাতে-
উত্তর: গ. প্রতিরক্ষা
133. ইন্টারনেট প্রচলিত হওয়ার আগে নিচের কোন প্রকল্পটি চালু ছিল?
উত্তর: খ. ARPANET
134. নিচের কোনটি ARPANETএর পূর্নরূপ?
উত্তর: গ. Advanced Research Projects Agency Network
135. বর্তমানে একটি ভাষায় মানুষের কথাকে অন্য ভাষায় অনুবাদ করে দিতে ব্যবহৃত হয়-
উত্তর: ঘ. সফটওয়্যার
136. বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে-
উত্তর: ক. জনপ্রিয়
137. বায়োমেট্রিক্স যন্ত্রপাতির মধ্যে গুরুত্বপুর্ন -
উত্তর: গ. থাম্ব রিডার ডিভাইস
138. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতি?
উত্তর: ক. বায়োমেট্রিক্স
139. আইসিটিক সূচকে কোন দেশটি সবচেয়ে উপরে?
উত্তর: খ. সুইডেন
140. কোন ব্যক্তিকে সনাক্তকরনের জন্য বায়োমেট্রিাক্স কে সাধারনত কয়টি শ্রেনিতে বিভক্ত করা যায়?
উত্তর: খ. ২টি
141. নিচের কোনটি ইউনিক আইডেনটি?
উত্তর: ক. আগুলের ছাপ
142. মাইক্রোপ্রসেসর চিপে সঠিক ভ্রমনকারী শনাক্ত করার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিভিন্ন ধরনের তথ্য কোথায় লিপিবদ্ধ থাকে?
উত্তর: গ. ICAO
143. বায়োইনফরমেট্রিক্স হলো-
উত্তর: গ. জৈব বিজ্ঞান
144. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই-
উত্তর: ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
145. বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মিল কোথায়?
উত্তর: খ. DNA নিয়ে গবেষণা করা হয়।
146. তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নেই-
উত্তর: ঘ. খ্যাদ্য গ্রহণে
147. বায়োইনফরমেটিক্স এর প্রধান কাজ হলো-
উত্তর: খ. সিকোয়েন্স অ্যালাইনমেন্ট
148. কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীবসম্বন্ধীয় উপায় প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়-
উত্তর: গ. Bioinformatics
149. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে পরিবর্তন করা সম্ভব-
উত্তর: গ. জীবদেহ
150. কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন ব্যবহারকারী জিন বহনকারী খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশল কে কী বলে?
উত্তর: গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি
151. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কী?
উত্তর: খ. জেনেটিক মডিফেকেশন
152. উন্নত বৈশিষ্ঠ্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে-
উত্তর: ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
153. DNA অণু কাঁটা যায় কী দিয়ে-
উত্তর: গ. পারমাণবিক কাঁচি
154. ন্যানোটেকনোলজি কে সংক্ষেপে কী বলা হয়-
উত্তর: গ. ন্যানো
155. কতটি Xenon অণু দ্বারা আইবিএমএর লোগোটি তৈরী হয়?
উত্তর: গ. ৩৫ টি
156. ন্যানো প্রযুক্তির জনক বলা হয়-
উত্তর: খ. রিচার্ড ফাইনম্যান
157. এক ইঞ্চির দুই কোটি ৫৪ লক্ষ ভাগের এক ভাগ হলো-
উত্তর: খ. এক ন্যানো মিটার
158. সংবাদপত্রের একটি শীটের প্রশস্ততা হলো-
উত্তর: ক. এক লক্ষ ন্যানো মিটার
159. রেডিয়েশন দেখা হয় কোন চিকিৎসায়-
উত্তর: গ. ক্যান্সার
160. সর্বপ্রথম কম্পিউটার ইথিকস টার্মটির ধারনা দেন কে?
উত্তর: খ. প্রফেসর ড. ওয়ান্টার
161. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-
উত্তর: ঘ. হ্যাকিং
162. কম্পিউটার ইথিকস ইন্সটিটিউট কম্পিউটার ইথিকসের বিষয়ে কয়টি নির্দেশনা তৈরী করে-
উত্তর: গ. ১০টি
163. বিশ্ব আজ এক তথ্যের মহাসমুদ্রে পরিণত হয়েছে কিসের ফলে-
উত্তর: গ. কম্পিউটার নির্ভর ইন্টারনেটের ফলে
164. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে-
উত্তর: খ. সময় ও খরচ খুবই কম
165. ফ্লিকার হলো-
উত্তর: খ. ভিডিও শেয়ারিং সাইট
166. টেলিযোগাযোগের মাধ্যমে সভা সমাবেশ করাকে বলা হয়-
উত্তর: খ. টেলিকফারেন্স
167. টেলিকনফারেন্স পদ্ধতি আবিষ্কার করেন-
উত্তর: খ. মরি টারফ
168. মরি টারফ কিসের সাথে যুক্ত-
উত্তর: ঘ. টেলিকনফারেন্সিং
169. ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে-
উত্তর: গ. ছবি দেখা যায়
170. শিক্ষার্থীরা ঘরে বসে ক্লাসে অংশগ্রহনের সুযোগ পায় যার মাধ্যমে-
উত্তর: ঘ. ভিডিও কনফারেন্সিং
171. বিমানের উঠানামা এবং কখন বিমান আসবে এবং ছেড়ে যাবে এসকল তথ্য জানা যায়-
উত্তর: গ. বুলেটিন বোর্ডের মাধ্যমে
172. ATM- এর পূর্ণ নাম-
উত্তর: খ. Automatic Teller Machine
173. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই-
উত্তর: খ. VC
174. নিচের কোনটি ব্যবহার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে অর্থ সংগ্রহ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, স্থানান্তও এবং উদ্ধার করা যায়?
উত্তর: ক. ই-কমার্স
175. কোথায় তথ্য প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি?
উত্তর: গ. শিক্ষাক্ষেত্রে
176. ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে অনলাইনের মাধ্যমে সেবা পাওয়া যায়-(i) ভোটার তালিকা হালনাগাদকরণ তথ্য
(ii) ভিজিএফ/ভিডিজি কার্ডধারী তথ্য
(iii) জন্ম নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
(ii) ভিজিএফ/ভিডিজি কার্ডধারী তথ্য
(iii) জন্ম নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
177. বিশ্বগ্রামের সম্পর্কযুক্ত তথ্যসমূহ হলো-(i) বিশ্বগ্রামের ধারণা বাস্তবে রুপ নেয় ১৯৭০ সালে
(ii) কম্পিউটার ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়
(iii) বিশ্বগ্রাম ধারণা বাস্তবায়ন করে ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
(ii) কম্পিউটার ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়
(iii) বিশ্বগ্রাম ধারণা বাস্তবায়ন করে ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. ii ও iii
178. বিশ্বগ্রামের সম্পর্কিত তথ্য হলো-(i) বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম প্রদান করেন মার্শাল ম্যাকলুহান।
(ii) বিশ্বগ্রাম হলো তথ্যপ্রযুক্তি ভরা বিশ্ব।
(iii) বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি প্রযুক্তি নির্ভর পদ্ধতি যা এক দেশকে অন্য দেশের সাথে যুক্ত করে।
নিচের কোনটি সঠিক?
(ii) বিশ্বগ্রাম হলো তথ্যপ্রযুক্তি ভরা বিশ্ব।
(iii) বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি প্রযুক্তি নির্ভর পদ্ধতি যা এক দেশকে অন্য দেশের সাথে যুক্ত করে।
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
179. যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবতন এনেছে-(i) টেলিফোন
(ii) টেলিভিশন
(iii) কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
(ii) টেলিভিশন
(iii) কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
180. কম্পিউটার ব্যাপক ব্যবহৃত হচ্ছে-(i) স্যটেলাইট কমিনিকেশন
(ii) টেলি কমিনিকেশন
(iii) ওয়্যারলেস কমিনিকেশন
নিচের কোনটি সঠিক?
(ii) টেলি কমিনিকেশন
(iii) ওয়্যারলেস কমিনিকেশন
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
181. তথ্য ও প্রযুক্তির কল্যানে শিক্ষা গ্রহনের পদ্বিতি হয়েচে –(i) সহজ, উন্নত ও আকষনীয়
(ii) সার্বজনীন
(iii) ব্যয় সাশ্রয়ী
নিচের কোনটি সঠিক?
(ii) সার্বজনীন
(iii) ব্যয় সাশ্রয়ী
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
182. টেলিফারেন্সিং এর মাধ্যমে সেবা পাওয়া যায়-(i) দ্বীপ এলাকা হতে
(ii) হাওয়া অঞ্চল থেকে
(iii) পাহাড়ী এলাকা থেকে
নিচের কোনটি সঠিক?
(ii) হাওয়া অঞ্চল থেকে
(iii) পাহাড়ী এলাকা থেকে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
183. তথ্য ও প্রযুক্তির সম্পর্কিত তথ্যাবলী -(i) অনলাইন পদ্বতিতে ইন্টারনেটের বিভিন্ন টুলস এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে
(ii) মেশিন যোগাযোগ একটি কৃতিম ব্যবস্থা
(iii) প্রসপেটর খনিজ সম্পদ খুজে বের করতে ব্যবহার হয়
নিচের কোনটি সঠিক?
(ii) মেশিন যোগাযোগ একটি কৃতিম ব্যবস্থা
(iii) প্রসপেটর খনিজ সম্পদ খুজে বের করতে ব্যবহার হয়
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. ii ও iii
184. জনসংখ্যা ও বাসস্থান সম্পর্কিত-(i) বর্তমানে মোট অধিবাসীসদর মেধ্যে ৪৯% মহিলা।
(ii) বৈশ্বিক বাসস্থান, সমন্নিত রান্নার স্থান যা সকলের জন্য ব্যবহার যোগ্য নয়।
(iii) বাংলাদেশে মোট জনসংখ্যা ৭৬% লোক গ্রামে বাস করে।
নিচের কোনটি সঠিক?
(ii) বৈশ্বিক বাসস্থান, সমন্নিত রান্নার স্থান যা সকলের জন্য ব্যবহার যোগ্য নয়।
(iii) বাংলাদেশে মোট জনসংখ্যা ৭৬% লোক গ্রামে বাস করে।
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. ii ও iii
185. বৈশ্বিক বাসস্থান-(i) বসবাসকারী ব্যকি্ত লন্ড সিস্টেমের সুবিধা ভোগ করতে পারবে স্বল্প খরচে
(ii) বসবাসকারী ব্যক্তির জন্য কোন হিডেন সাজ থাকে না
(iii) নিরবিছিন্ন বিদ্বুত ব্যবস্থা সংযুক্ত ও বহাল
নিচের কোনটি সঠিক?
(ii) বসবাসকারী ব্যক্তির জন্য কোন হিডেন সাজ থাকে না
(iii) নিরবিছিন্ন বিদ্বুত ব্যবস্থা সংযুক্ত ও বহাল
নিচের কোনটি সঠিক?
উত্তর: খ. i ও iii
186. -(i) ই-কমার্স পদ্ধতি চালু হওয়ার শ্যম, অথে এবং সেবা সাশ্রয় হচ্ছে।
(ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায় কম লোকবলে বেশি কাজ করা সম্ভব।
(iii) ই-কমার্স এর জন্য কর্মী ব্যবস্থাপনা সহজ
নিচের কোনটি সঠিক?
(ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায় কম লোকবলে বেশি কাজ করা সম্ভব।
(iii) ই-কমার্স এর জন্য কর্মী ব্যবস্থাপনা সহজ
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
187. তথ্য ও যোগাযেগ প্রযুক্তি ফলে-(i) অল্প খরচে বিভিন্ন কাজ স্পন্ন করা যাচ্ছে
(ii) বিক্রয় ও মুনাফা বৃদ্বি পাচ্ছে
(iii) ব্যবসায় হিসাব ও অথিক ব্যবস্হাপনার তেমন গতি ও বিশুদ্বাতা আসেনি
নিচের কোনটি সঠিক?
(ii) বিক্রয় ও মুনাফা বৃদ্বি পাচ্ছে
(iii) ব্যবসায় হিসাব ও অথিক ব্যবস্হাপনার তেমন গতি ও বিশুদ্বাতা আসেনি
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
188. গনমাধ্যমে অনেক ধরনের সেবা বিশেষ করে ই-মেইল, ওয়েবসাইট সেবা প্রদান করে-(i) ব্লগিং
(ii) রেডিও
(iii) ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
(ii) রেডিও
(iii) ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
উত্তর: খ. i ও iii
189. সংবাদ প্রচারে তথ্য প্রযুক্তির ভূমিকা-(i) সংবাদ হলো তথ্যের সমষ্টি।
(ii) বর্তমানে তথ্য প্রযুক্তির উপর সংবাদ মাধ্যমগুলো নির্ভরশীল নয়।
(iii) কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি দেশের প্রতিটি শহর থেকে একই সময়ে সংবাদপএ বের করা সম্ভব হচ্ছে।
নিচের কোনটি সঠিক?
(ii) বর্তমানে তথ্য প্রযুক্তির উপর সংবাদ মাধ্যমগুলো নির্ভরশীল নয়।
(iii) কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি দেশের প্রতিটি শহর থেকে একই সময়ে সংবাদপএ বের করা সম্ভব হচ্ছে।
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. ii ও iii
190. বিশ্ব সামাজিক যোগাযোগ ব্যবস্থা-(i) ফেসবুক
(ii) টুইটার
(iii) স্কাইপ
নিচের কোনটি সঠিক?
(ii) টুইটার
(iii) স্কাইপ
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
191. ফেসবুক লগইন করা অবস্থায় যা সম্ভব –(i) একজন অন্যজনের সাথে চ্যাট করা
(ii) প্রোফাইল দেখা
(iii) সরাসরি কথা বলা
নিচের কোনটি সঠিক?
(ii) প্রোফাইল দেখা
(iii) সরাসরি কথা বলা
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
192. জিআইএস এর প্রয়োজনীয় উপকরণ-(i) কম্পিউটার
(ii) ডিজিটাইজার
(iii) প্লটার
নিচের কোনটি সঠিক?
(ii) ডিজিটাইজার
(iii) প্লটার
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
193. জিআইএস বেশ কার্যকর ভূমিকা রাখছে-(i) ট্রাফিক জ্যাম
(ii) সন্ত্রাস
(iii) দারিদ্র
নিচের কোনটি সঠিক?
(ii) সন্ত্রাস
(iii) দারিদ্র
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
194. বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুন-(i) অভিজ্ঞতা থেকে শেখা ও বুঝা
(ii) জ্ঞান অর্জন ও প্রয়োগ করা
(iii) সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রদর্শন
নিচের কোনটি সঠিক?
(ii) জ্ঞান অর্জন ও প্রয়োগ করা
(iii) সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রদর্শন
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
195. রোবট তৈরি করা হয়-(i) খুবই কষ্টসাধ্য
(ii) সস্তা
(iii) ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
(ii) সস্তা
(iii) ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
উত্তর: খ. i ও iii
196. ক্রায়োসার্জারি ব্যবহার করা-(i) ক্যারাটোসিস
(ii) স্কিন ট্যাগ
(iii) জন্ডিস
নিচের কোনটি সঠিক?
(ii) স্কিন ট্যাগ
(iii) জন্ডিস
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
197. আইসিটি ব্যবহারের ফলে-(i) খরচ হ্রাস পায়
(ii) অপচয় বেশি হয়
(iii) অপচয় কম হয়
নিচের কোনটি সঠিক?
(ii) অপচয় বেশি হয়
(iii) অপচয় কম হয়
নিচের কোনটি সঠিক?
উত্তর: খ. i ও iii
198. প্রতিরক্ষা বাহিনী গঠিত-(i) সেনাবাহিনী
(ii) নৌবাহিনী
(iii) বিমান বাহিনী
নিচের কোনটি সঠিক?
(ii) নৌবাহিনী
(iii) বিমান বাহিনী
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
199. বায়োমেট্রিক্স এর শারীরবৃত্তীয় অংশ হলো-(i) মূখ
(ii) হাত
(iii) আঙ্গুলের ছাপ
নিচের কোনটি সঠিক?
(ii) হাত
(iii) আঙ্গুলের ছাপ
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
200. বায়োমেট্রিক্স ব্যবহার হয়-(i) কম্পিউটারের ব্যবহার নিয়ন্ত্রণ
(ii) অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণের কাজ
(iii) ক্যান্সার গবেষণায়
নিচের কোনটি সঠিক?
(ii) অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণের কাজ
(iii) ক্যান্সার গবেষণায়
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
201. নলেজবেজড বা জ্ঞানভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি হলো-(i) পাসওয়ার্ড
(ii) পাসপোর্ট
(iii) পিন নম্বর
নিচের কোনটি সঠিক?
(ii) পাসপোর্ট
(iii) পিন নম্বর
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
202. বায়ো ইনফরমেটিক্স এর জন্য প্রায়োজনীয় সফটওয়্যার-(i) SQL
(ii) Perl
(iii) MS-Excel
নিচের কোনটি সঠিক?
(ii) Perl
(iii) MS-Excel
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
203. বায়োইনফরম্যটিক্সর গবেষনার ক্ষেত্রফল গুলো হল-(i) জিন অনুসন্দান
(ii) জিনো অনুসন্দান
(iii) মহাকাশযান নিয়ন্তন
নিচের কোনটি সঠিক?
(ii) জিনো অনুসন্দান
(iii) মহাকাশযান নিয়ন্তন
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
204. বায়োইনফরম্যটিক্স এর প্রধান কাজ হলো-(i) জেনেটিক ও জিনোমিক ডেটার মধ্যে তুলনা করে।
(ii) মলিকুলার বায়োলজির বৈশিষ্ঠ অনুধাবন ও মুল্যায়ন করার কাজে সহায়তা করে ।
(iii) দূতাবাস, সীমান্ত চেকপোষ্ট বিমানবন্দর প্রভৃতি কাজে ব্যবহার হয়।
নিচের কোনটি সঠিক?
(ii) মলিকুলার বায়োলজির বৈশিষ্ঠ অনুধাবন ও মুল্যায়ন করার কাজে সহায়তা করে ।
(iii) দূতাবাস, সীমান্ত চেকপোষ্ট বিমানবন্দর প্রভৃতি কাজে ব্যবহার হয়।
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
205. ন্যানো টেকনোলজি ব্যবহার হয়-(i) কসমেটিক্ম উৎপাদনে
(ii) কাপড় তৈরিতে
(iii) উচ্চ ফলনশীল গাছ উদ্ভাবনে
নিচের কোনটি সঠিক?
(ii) কাপড় তৈরিতে
(iii) উচ্চ ফলনশীল গাছ উদ্ভাবনে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
206. STM যন্তটি-(i) ১৯৮০ সনে IBN এর গবেষকরা প্রথম আবিস্কার করেন
(ii) দ্বারা অণুর গঠন দেখা সম্ভব হয়েছে।
(iii) ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছে।
নিচের কোনটি সঠিক?
(ii) দ্বারা অণুর গঠন দেখা সম্ভব হয়েছে।
(iii) ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছে।
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
207. মোবাইল ফোনের মাধ্যমে সম্বব-(i) ই-মেইল
(ii) ভয়েস কল
(iii) টাকা পাঠানে
নিচের কোনটি সঠিক?
(ii) ভয়েস কল
(iii) টাকা পাঠানে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
208. সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর অবদান হলো-(i) সামাজিক ঐক্য গড়ে তোলা।
(ii) বেকারত্ব সৃষ্টি করা।
(iii) সমাজের সকল মানুষের মধ্যে যে পারস্পরিক বন্ধন জোড়ালো করা।
নিচের কোনটি সঠিক?
(ii) বেকারত্ব সৃষ্টি করা।
(iii) সমাজের সকল মানুষের মধ্যে যে পারস্পরিক বন্ধন জোড়ালো করা।
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. ii ও iii
209. স্কাইপের সাহায্যে-(i) অডিও ভিডিও চ্যাটিং করা যায়
(ii) ভিডিও কনফারেন্সিং করা যায়
(iii) নিকটজন বা পরিচিতদের সাথে টেক্মট করা যায়
নিচের কোনটি সঠিক?
(ii) ভিডিও কনফারেন্সিং করা যায়
(iii) নিকটজন বা পরিচিতদের সাথে টেক্মট করা যায়
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
210. বর্তমান ভিডিও কনফারেন্সি ব্যবহার হচ্ছে-(i) ব্যবসায় বাণিজ্যে
(ii) স্বাস্থ্যসেবায়
(iii) শিক্ষা খাতে
নিচের কোনটি সঠিক?
(ii) স্বাস্থ্যসেবায়
(iii) শিক্ষা খাতে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
নিচের উদ্দিপকটি পড় এবং ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
দেলোয়ার সাহেব একটি সরকারি অফিসে চাকুরি করেন। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারে বেশি আগ্রহি। দেশ-বিদেশের বিভিন্ন তথ্য জানার জন্য বাসায় ইন্টারনেট ব্যবহার করেন।
211. গনি সাহেবের তথ্য প্রযুক্তির ব্যবহার-(i) ইতিবাচক
(ii) নেতিবাচক
(iii) কার্যকর ও সময়োপযোগি
নিচের কোনটি সঠিক?
(ii) নেতিবাচক
(iii) কার্যকর ও সময়োপযোগি
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
212. ইন্টার্নেটের মাধ্যমে গণি সাহেব যে সুবিধা পেতে পারে-(i) ই-নিউজ ব্যবহার
(ii) ই-বুক ব্যবহার
(iii) ফেজবুক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
(ii) ই-বুক ব্যবহার
(iii) ফেজবুক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড় এবং 213 ও 214 নং প্রশ্নের উত্তর দাওঃ
তানভীর মেশিন রিডেবল পাসপোর্টোর জন্য আবেদন করেন। আবেদন পত্র জমা দেওয়ার দিন পাসপোর্ট অফিসে তার ছবি তোলা এবং আঙ্গুলের ছাপ তোলা এবং আঙ্গুলের ছাপ রাখা হয়। কিছু দিন পর একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসর্পোট হলে গেছে।
213. উপরোক্ত আলোচনায় আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে?
উত্তর: ক. বায়োমেট্রিক্স
214. তানভীর পাসর্পোট সম্পন্ন হওয়ার খবর জানতে পারবে-(i) তথ্য প্রযু্ক্তির মাধ্যমে
(ii) যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে
(iii) ন্যানোটেকনোলজি মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ii) যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে
(iii) ন্যানোটেকনোলজি মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
নিচের উদ্দিপকটি পড় এবং 215 ও 216 নং প্রশ্নের উত্তর দাওঃ
বর্তমানে সময়ে ব্যবহৃত গুরুত্বর্পূন প্রযুক্তি য ব্যাংকিং সিস্টেমে যুক্ত হয়ে ক্রেডিড কার্ড জালিয়াতির পদক্ষেপ সনাক্ত করে, টেলিফোনে আড়ি পেতে কন্ঠস্বর সনাক্ত করে এবং কোনো সফটওয়্যার সিস্টেমে যখন আপনি কোনো সমস্যার পড়েন তার সঠিক সমাধানের পরামর্শ দেয়।
215. কোনো প্রযুক্তি দ্বারা ব্যাংকিং সিস্টেমে যুক্ত হয়ে ক্রেডিট কার্ড জালিয়াতির পদক্ষেপ শনাক্ত করে টেলিফোনে আড়ি পেতে কন্ঠস্বর শনাক্ত করা যায়।
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
216. বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: ঘ. ব্যক্তি শনাক্তকরনে
নিচের উদ্দপিকটি পড় এবং২১৭, ২১৮ ও ২১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রাণি বিজ্ঞানের শিক্ষক জনাব হামদে রাব্বি একাদশ শ্রেণির ক্লাসের মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুন, ব্যক্তিত্ব এবং কম্পিউটার বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে কোন ব্যক্তি বা তাদের গ্রুপকে সনাক্তরণ পদ্ধতি নিয়ে আলোচনা করলেন।
217. শিক্ষক যে বিষয়টি আলোচনা করলেন তাকে কী বলে?
উত্তর: খ. Bioinformatics
218. শরীরবৃত্ত বায়োমেট্রিক্স কী নিয়ে কাজ করে?
উত্তর: খ. ডি.এন.এ
219. নিচের কোনটি প্রমাণভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি?
উত্তর: ঘ. PIN
নিচের উদ্দপিকটি পড় এবং ২২০ ও ২২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
সুইডেন প্রবাসী আল-আমিন হাসান সাহেবের দেশে কয়েকটি ফার্ম আছে ঐ প্রতিষ্ঠানগুলোর কমকর্তাদের সাথে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন এবং ব্যবসায় কার্য পরিচালনা করেন।
220. বর্তমান বিশ্বে যোগাযোগের সবচেয়ে পরিচিত মাধ্যম কোনটি?
উত্তর: ঘ. ই-মেইল
221. ই-মেইল হলো-
উত্তর: খ. ইলেকট্রনিক মেইল
নিচের উদ্দপিকটি পড় এবং ২২২, ২২৩, ও ২২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
বর্তমান যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক লক্ষ্য করা যায়। তথ্যপ্রযুক্তির কল্যাণে সমগ্র বিশ্ব আজ পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। তথ্য প্রযুক্তির কুফলের ফলে সমাজ আজ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি। তথ্য প্রযুক্তির ফলে সমাজে সৃষ্ট সমস্যাগুলো হচ্ছে- অশ্লীলতা, অপরাধ, মিথ্যা, শারীরিক সমস্যা ইত্যাদি।
222. বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হওয়ায় অনেক ক্ষেত্রে সনাতনী প্রথা উঠে যাচ্ছে। এটি তথ্য প্রযুক্তিতে কী ধরনের কু-প্রভাব ফেলেছে?
উত্তর: ঘ. অশ্লীলতা
223. রঙিন টিভি বেশি সময় ধরে দেখার কারণে সৃষ্ট সমস্যা কোনটি?
উত্তর: গ. কোমর ব্যথা
224. তথ্য প্রযুক্তির কু-প্রভাবে-(i) অপরাধ বৃদ্ধি পায়
(ii) মানব সম্পদের উন্নয়ন হয়
(iii) ব্যবসায়িক সুখ্যাতি নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
(ii) মানব সম্পদের উন্নয়ন হয়
(iii) ব্যবসায়িক সুখ্যাতি নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. ii ও iii
225. নিচের কোনটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস?
উত্তর: ক. আপওয়ার্ক
226. গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার প্রধান উপাদন কোনটি-
উত্তর: ঘ. ইন্টারনেট
227. তথ্য আদান-প্রদানে ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে-
উত্তর: ঘ. কম্পিউটার
228. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে গড়ে উঠেছে-(i) আন্তঃমহাদেশীয় যোগাযোগ ব্যবস্থা
(ii) আন্তঃ মহাদেশীয় বাণিজিক ব্যবস্থা
(iii) আন্তঃমহাদেশীয় সাংস্কৃতিক ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
(ii) আন্তঃ মহাদেশীয় বাণিজিক ব্যবস্থা
(iii) আন্তঃমহাদেশীয় সাংস্কৃতিক ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
229. বিভিন্ন প্রোগ্রাম মোতাবেক কম্পিউটার-(i) তথ্য নেয়
(ii) প্রক্রিয়াকরণ করে
(iii) ফলাফল প্রদান করে
নিচের কোনটি সঠিক?
(ii) প্রক্রিয়াকরণ করে
(iii) ফলাফল প্রদান করে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
230. কোনটি জীবদেহের দেহের ডিএনএ এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক?
উত্তর: গ. জিন
231. কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হচ্ছে কোন প্রজন্মের কম্পিউটারে?
উত্তর: গ.
232. আধুনিক খেলাগুলোর বিভিন্ন সমগ্রী তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে?
উত্তর: গ.
233. কৃত্রিম বুদ্ধিত্তার ব্যবহারের প্রধান ক্ষেত্রে-(i) ন্যাচারল ইন্টারফেস
(ii) বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান
(iii) ক্রায়োসার্জারি
নিচের কোনটি সঠিক?
(ii) বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান
(iii) ক্রায়োসার্জারি
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
234. বিশ্বগ্রাম ধারনা সংশ্লিস্ট উপাদান-(i) টেলিভিশন
(ii) অটোক্যাড
(iii) স্মার্টহোম
নিচের কোনটি সঠিক?
(ii) অটোক্যাড
(iii) স্মার্টহোম
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
235. অস্থায়ী স্বৃতি হিসেবে ব্যবহুত হয় কোনটি-(i) র্যাম
(ii) রম
(iii) রেজিস্টার
নিচের কোনটি সঠিক?
(ii) রম
(iii) রেজিস্টার
নিচের কোনটি সঠিক?
উত্তর: খ. i ও iii
236. কম্পিউটারের যাবতীয় গানিতিক কাজ সম্পন্ন করে কে-
উত্তর: ঘ. এ.এল.ইউ
237. চাঁদে প্রথম মানুষ অবতরণকারী প্রথম মানুষ কে?
উত্তর: গ.
238. কত তাপমাত্রায় ক্রোয়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করে?
উত্তর: ক. -৪১oC
239. নিচের কোন রোগে ক্রয়োসার্জারি ব্যবহৃত হয়?
উত্তর: ক. চর্মরোগে
240. কম্পিউটার সিমুলেশন প্রয়োগ হয় কোন ক্ষেত্রে?
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
241. এক ন্যানো মিটার সমান কত?
উত্তর: গ. ১০-৯মিটার
242. GSM এর পূর্ণরুপ কী?
উত্তর: ঘ. Global System for Mobile Communication
243. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কি?
উত্তর: খ. ন্যানোটেকনোলজি
244. কৃত্রিমবুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: খ. Prolog
245. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের ব্যবস্থাকে কি বলে?
উত্তর: গ. আউটসোর্সীং
246. ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?
উত্তর: ক. মলিকুলার কম্পুনেন্ট থেকে
247. কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কীত?
উত্তর: গ. নাইট্রোজেন
248. রোবটিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য-(i) হার্ডওয়্যার
(ii) র্আটিফিসিয়াল
(iii) নতুন গবেষনা পরিচালনা
নিচের কোনটি সঠিক?
(ii) র্আটিফিসিয়াল
(iii) নতুন গবেষনা পরিচালনা
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
249. কোনটি বায়োইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য-
উত্তর: খ. জৈবিক ডেটার সমাহার
250. বায়োমেট্রিক্স এর শরীরবৃত্তীয় অংশ হলো-(i) মুখ
(ii) হাত
(iii) আঙ্গুলর ছাপ
নিচের কোনটি সঠিক?
(ii) হাত
(iii) আঙ্গুলর ছাপ
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
251. একুশ শতকের সম্পদ হলো—
উত্তর: গ. জ্ঞান
252. পৃথিবীর সম্পদ হচ্ছে—
উত্তর: গ. সাধারণ মানুষ
253. একুশ শতকে পৃথিবীর সম্পদ—(i) জ্ঞান
(ii) মানুষ
(iii) অর্থ
নিচের কোনটি সঠিক?
(ii) মানুষ
(iii) অর্থ
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. i ও ii
254. পৃথিবীর সম্পদ মানুষই—(i) জ্ঞান সৃষ্টি করতে পারে
(ii) জ্ঞান ধারণ করতে পারে
(iii) জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
(ii) জ্ঞান ধারণ করতে পারে
(iii) জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
255. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
উত্তর: গ. Internationalization
256. Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার পেছনে কোন কারণটি দায়ী?
উত্তর: ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
257. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলাফল—(i) Green House Effect
(ii) Globalization
(iii) Internationalization
নিচের কোনটি সঠিক?
(ii) Globalization
(iii) Internationalization
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. ii ও iii
258. মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?
উত্তর: ঘ. i, ii ও iii
259. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?(i)
(ii)
(iii)
নিচের কোনটি সঠিক?
(ii)
(iii)
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. জ্ঞানভিত্তিক
260. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে—(i) উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে
(ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে
(iii) তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে
নিচের কোনটি সঠিক?
(ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে
(iii) তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে
নিচের কোনটি সঠিক?
উত্তর: গ. ii ও iii
261. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
উত্তর: ঘ. ১৯৯১
262. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
উত্তর: ক. চার্লস ব্যাবেজ
263. ফেসবুকের নির্মাতা কে?
উত্তর: গ. মার্ক জাকারবার্গ
264. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—(i) স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে
(ii) সরকারি সেবার মান উন্নত হবে
(iii) ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
(ii) সরকারি সেবার মান উন্নত হবে
(iii) ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
265. ক্যাশ মেমোরি পরিস্কার করতে কোনটির সাহায্য নেওয়া যেতে পারে?
উত্তর: ঘ. সফটওয়্যার
266. কীবোর্ডের ফাংশন কী এর সংখ্যা কতটি?
উত্তর: খ. ১২
267. কীভাবে ভাইরাস এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ছড়িয়ে পড়ে?
উত্তর: গ. উভয়ই
268. এন্টিভাইরাস এর কাজ কী?(i)
(ii)
(iii)
নিচের কোনটি সঠিক?
(ii)
(iii)
নিচের কোনটি সঠিক?
উত্তর: ক. ভাইরাস প্রতিহত করা
নিচের অনুচ্ছেদটি পড় এবং 269 ও 270 নং প্রশ্নের উত্তর দাও:
কাইয়ুম হোসেন একজন লেখক মানুষ। সে সৃষ্টিকর্মের সাথে জড়িত। কিছুদিন আগে সে পাইরেসির স্বীকার হয়েছে।
269. কোন আইন কাইয়ুম হোসেনের সৃষ্টিকর্মকে নিরাপত্তা প্রদান করবে?
উত্তর: খ. তথ্য অধিকার আইন
270. এই আইনের কারনে কাইয়ুম হোসেন যে সুবিধাসমুহ পাবে-(i) সৃষ্টিকর্মের সুরক্ষা প্রদান করা
(ii) বিনিয়োগের সুফল ভোগ করা
(iii) নিজের সৃষ্টিকর্মের মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া
নিচের কোনটি সঠিক?
(ii) বিনিয়োগের সুফল ভোগ করা
(iii) নিজের সৃষ্টিকর্মের মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া
নিচের কোনটি সঠিক?
উত্তর: ঘ. i, ii ও iii
271. পাসওয়ার্ড সাধারণত কোন ভাষায় হতে পারে?
উত্তর: গ. ইংরেজী
272. ফেসবুকে কাউকে বন্ধু বানানোর পূর্বে কোন ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন?
উত্তর: ক. ব্যক্তির পরিচয় সর্ম্পকে
273. যখন একজন জানে কাজটি ঠিক না, তারপরেও কাজটি ছাড়তে পারে না তখন তাকে কী বলে?
উত্তর: ঘ. আসক্তি
No comments:
Post a Comment